নারী- অলক চন্দ্র দাশ
নারী- অলক চন্দ্র দাশ

কবি: অলক চন্দ্র দাশ


নারী মাত্রদুটি অক্ষরে ফুটা ফুল নয়
নারী জগতের এমনি এক মধুময়ী
যাঁর চোখে বুকে মুখে হাতের রাখীতে
আমার মতো অজস্র জনের জন্মের গন্ধে
আর মৃত্যুর বেদনায় লেখা কতো কবিতা
জন্ম জন্মান্তরে গর্ভপাতে অতুল্য মমতা
ষোঁড়শীত করে অশ্রুর গাঢ় অন্ধকার।

নারী তোমাদের চোখে পুরুষ দেবতার মতো!
রক্তিম মালায় যাঁকে বিনয়ে বারবার বলো
ওগো প্রিয় স্বামী তুমি যুগে যুগে মনোব্রত
আমার প্রাপ্তির রঙিন ডোরার প্রজাপতি।

অথচ এই নারীরাই সভ্যতার জানালায়
রক্তের ফেনায় ডুবে যায় শকুনের পায়ে!
ভুরি ভুরি প্রান্তরে তখন হিংস্র রাত
মানবতার নক্ষত্র ছিঁড়ে ইচ্ছেমতো খায়।

তবে কি এই আমরা দেবীমায়ের প্রিয় সন্তান?
যাঁর ভেতরে আমাদের বেঁচে থাকার স্থান
ভুলে যাচ্ছি তাঁকেই নোংড়ামীর আবরনে।

কিছুতেই এ গভীর পাপ জীবনের দরোজায়
ক্ষমা দেবে না অস্তকালীন ভালোবাসার শয্যায়।
ক্রমশ বৃষ্টির সুরেলা আবহে শব্দে শব্দে---
দানবীয় হাসিতে জ্বলছে সিক্ত আর্তনাদ
সে আর্তনাদ কালের বুক ভেঙে
সুপ্ত আকাশে অনুক্ত মৃত্যু ছোঁয়।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান