নিলামে ‘লেডি চ্যাটারলিজ় লাভার’-এর ট্রায়াল কপি !!
নিলামে ‘লেডি চ্যাটারলিজ় লাভার’-এর ট্রায়াল কপি !!

ডি এইচ লরেন্সের ‘লেডি চ্যাটারলিজ় লাভার’ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৮ সালে। সে-প্রকাশনা ছিল প্রাইভেট। প্রথমে ইতালিতে, পরে ফ্রান্স ও অস্ট্রেলিয়ায়। প্রকাশের দু’বছর মধ্যেই মৃত্যু হয় লরেন্সেরস্বদেশে তাঁর এই উপন্যাসের ‘আনসেনসরড’ সংস্করণের প্রকাশ তিনি দেখে যেতে পারেননি। ব্রিটেনে সে-সংস্করণ প্রকাশ হতে হতে কেটে যায় আরও তিন দশক। ১৯৬০ সালে আনসেনসরড ‘লেডি চ্যাটারলিজ় লাভার’ প্রকাশ করে পেঙ্গুইন। আর প্রকাশের মুহূর্ত থেকেই বিতর্কের ঝড়। অশ্লীলতার অভিযোগে ক্ষত-বিক্ষত করে দেওয়া হয় রচনাটিকে।  উপন্যাসটি ও তার প্রকাশক পেঙ্গুইনের বিরুদ্ধে শুরু হয় মামলা, শেষপর্যন্ত যে-মামলা জিতে যায় পেঙ্গুইন। দু’লক্ষ কপি বিক্রি হয়ে যায় একদিনে! পরবর্তী দু’বছরে বিক্রির সংখ্যা স্পর্শ করেছিল দুই মিলিয়ন। এবার নিলামে উঠতে চলেছে ‘লেডি চ্যাটারলিজ় লাভার’-এর সেই কপিটি, যে-কপি ব্যবহার করেছিলেন এই মামলার প্রধান বিচারক স্যার লরেন্স বার্ন। জানা যায়, বার্ন-এর স্ত্রী তাঁর হয়ে উপন্যাসটি পড়ে দিয়ে নোট তৈরি করে দিয়েছিলেন সেইসব অংশ তুলে এনে, যেখানে তাঁর মতে লরেন্স-এর বর্ণনা ‘অশ্লীল’ হয়ে গিয়েছেনিলাম সংস্থা সদবি সেই বিশেষ কপিটি এবং সে-সমস্ত নোট নিলামে তুলতে চলেছে আগামী ৩০ অক্টোবর। তাঁদের অনুমান, সম্ভাব্য দর উঠতে পারে ১০০০০-১৫০০০ পাউন্ড।  


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান