নীলাদ্রি দেব এর কবিতা
নীলাদ্রি  দেব এর কবিতা
শীত জংশন

 

.

একটা শীত

বাদামের খোসা উড়িয়ে দেওয়ার মতো

গানের গর্ভ থেকে বিন্দু জল গড়িয়ে যাচ্ছে

সমস্ত চাকার দাগ অপরিচিত, দিকনির্দেশ

সামান্য উচ্চতা রেখে যে চিল

 বৃত্ত বৃত্ত ডানাপরিধির পর

 সময়ের কেন্দ্রাতিত বেগ থেকে চ্যুত

নির্বাচিত ওম রোদের অন্তর্বাস পিছলে

রোদচশমায়

 

.

শীত মাফিয়ার

নিজস্ব চিহ্নসূত্র একক সমতলে স্থির নয়

কোনও কোমল গান্ধার নেই

পোষা চামড়ার উপর অক্ষর আগ্রহ

খোপ কিংবা খাপে কৌশল

পাউচে, প্যাকেটে তরল এসকেপ রুট

সম্ভাবনা সুতোয় ছিড়ে যাচ্ছে পাল্লাপাথর

 

.

খাটো জানালায় চাঁদ আদৌ সম্পূর্ণ নয়

সবুজের পাতা লতা যেভাবে ছায়ার গভীর

অন্যতর আকার বিষাদ

এইসব প্রবেশক, জলবিভাজিকা

সমস্ত ধানের ঘ্রাণ মুঠোর একক

নির্দিষ্ট লীনতাপ পেরিয়ে জমিনের প্রস্থপ্রবাহে

 

.

উপদ্রুত ক্ষেত্রফলে যতটা ফুরিয়ে আসছ

সাঁকোটা বিপদজনক জেনেও

হ্যাঁ-তে হ্যাঁ বলা গাছগুলো বছর আর

পাতার প্রসব জানবে না, শ্বাস

গৃহস্থের দিকে এলোপাথাড়ি বাতাসে জ্বর

অথচ পোশাক পরগণায় ন্যাপথল বল

 

.

শালুকের দাগছাপ ছিল বাগানে

নাম না জানা ফুলের পশমিনা

পরজীবী এতটা দাহ্য জেনেও

গোটাতে পারিনি মাদুর, পঞ্জিকা

উবু ঢুকে গেলাম চরিত্রে

এভাবে সব শীতে দানাপানি রাখি

লকারে ব্যস্ত রাখি অন্য শীতঘুম


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান