নোবেল পুরস্কারের পরিবর্তে এবছর সাহিত্যে নতুন পুরস্কার
নোবেল পুরস্কারের পরিবর্তে এবছর সাহিত্যে নতুন পুরস্কার

কমিটির সদস্যদের যৌন কেলেঙ্কারির কারণে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হবে না। দীর্ঘ ঐতিহ্য ও সততাহননকারী এই ঘটনাটির প্রতিবাদে সুইডেনে জুলাই মাসে প্রতিষ্ঠা করা হয়েছে নিউ একাডেমি নামের একটি অলাভজনক সংগঠন যারা নোবেল কমিটির সময়ক্রমের সাথে সাযুজ্য রেখে এবছর সাহিত্যে একটি পুরস্কার দেবেন। তবে এই পুরস্কারের নির্বাচন-পদ্ধতিতে রয়েছে ভিন্নতা। এতে রয়েছে ভোটিং প্রক্রিয়া। ইচ্ছা করলে একজন পাঠক হিসেবে আপনিও প্রাথমিকভাবে নির্বাচিত সাতচল্লিশ জন লেখকের মধ্য থেকে এই ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারেন এবং আপনার পছন্দের লেখকের পক্ষে সমর্থন জোগাতে পারেন।

যৌন কেলেঙ্কারির কারণে এবার যে নোবেল পুরস্কার দেওয়া হবে না তার প্রতিবাদে সুইডেনের শতাধিক লেখক, শিল্পী ও সাংবাদিক মিলে তৈরি করেছেন এই নতুন সংগঠনটি। দ্য নিউ একাডেমি নামের এই সংগঠন সাহিত্য ক্ষেত্রে স্বচ্ছতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আর তাই তারা পুরস্কারের জন্যে নতুন একটি পদ্ধতি বেছে নিয়েছেন। উদ্যোক্তাদের মনোনীত কমিটি প্রাথমিকভাবে পুরস্কারের যোগ্য লেখকদের একটি তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকা অনলাইনে ছাড়া হয়েছে পাঠকদের ভোটের জন্যে। একটি বিশেষজ্ঞ কমিটি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন লেখকের মধ্য থেকে একজনকে এই পুরস্কারের জন্যে নির্বাচিত করবেন।

উল্লেখ করা যেতে পারে, ভোটের সময় শেষ হবে ১৪ আগস্ট। পুরস্কার ঘোষণা করা হবে ১৪ অক্টোবর। পুরস্কার প্রদান করা হবে ১০ ডিসেম্বর। ভোট দেবার জন্যে প্রত্যেক ভোটার প্রদত্ত তালিকা থেকে শুধুমাত্র একজনকে নির্বাচন করতে পারবেন। তবে সেটিই যথেষ্ট নয়। ভোটের বিষয়টি চূড়ান্ত করার জন্যে ভোটারের আইডিতে পাঠানো ই-মেইলের কনফার্মেশন করতে হবে। ভোট দেওয়ার জন্যে যেতে হবে এই ওয়েবসাইটে: https://dennyaakademien.wishpondpages.com/literature-prize 2018/

বিভিন্ন দান-অনুদানের মাধ্যমে প্রাপ্ত অর্থ থেকে দশ লক্ষ ক্রোনার অর্থাৎ এক লক্ষ তেরো হাজার ইউএস ডলার  সমমানের অর্থ প্রদান করা হবে পুরস্কারপ্রাপ্ত লেখককে।

প্রাথমিক তালিকাভুক্ত লেখকদের তালিকা পর্যালোচনা করে দেখা যাচ্ছে সেটিতে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মোট তেরো জন লেখক। যে তিন জন কানাডীয় লেখকের নাম তালিকায় উঠেছে তারা হলেন : অ্যান কারসন, মার্গারেট অ্যাটউড এবং কিম থু। জাপানের মুরাকামি হারুকি, কেনিয়ার ওয়া থিয়ংগো নগুগি এবং ভারতের অরুন্ধতী রায় ছাড়াও  খোদ সুইডেনের আছেন বারো জন লেখক।

জানিয়ে রাখা প্রয়োজন পুরস্কার প্রদানের পরের দিনই অর্থাৎ ১১ ডিসেম্বর এই সংস্থাটির বিলুপ্তি ঘটবে বলে ইতোমধ্যে জানিয়ে রাখা হয়েছে। আর সবক্ষেত্রে যেমনটি হয়, ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এই পুরস্কারটি সত্যিকার অর্থে নোবেল পুরস্কারের মতো মর্যাদাবান হবে কি না।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান