পাঁচটি কবিতা -- মিনহাজ উদ্দিন শপথ
পাঁচটি কবিতা -- মিনহাজ উদ্দিন শপথ
আড়ালের মুখোশ ভয়ংকরকুৎসিত


তোর সাথে সুর মিলাতে গিয়ে দেখি-

আমার সর্বনাশ

আসলে সুরের বিশ্বস্ততা যাচাইয়ের একটা

বড়ই প্রয়োজন ছিল

এর চিকচিক

এর আচানক ঝিলিক সঠিক

মুগ্ধতা নয়

 

নদীর পাড় যতই সংকলিত হোক

তাকে আপন ভাবা মূলতঃ নেহাত বোকামি

 

একটি রঙের ব্যবহার শিখে তাকে জেনেছি সবুজ

আসলে তা নয়

ফ্যাকাশে লাবণ্যহীন বিমূর্ত আড়ম্বর

একটা আকাশের নীচে আমাদের গেরস্থ কানাই

তাতে কী -

আড়ালের মুখোশ সদাই

ভয়ংকরকুৎসিত

 

 

 

সময়কে ধরব বলে


সময়কে ধরব বলে-

কুকুর, বিড়াল, পাখি পুষি

রোদের যত্ন নিই

হাওয়াকে পর্দা উড়াতে সহযোগিতার মাত্রা

বাড়াই  নির্দ্বিধায়

পিছনে পিছনে হাঁটি পূর্ণতার

দীপাবলির রং ছিটাই

আপোষহীন দরজায় কড়াকড়ি

নিমিষেই জল ঢেলে দিই ঊষর ভূমিতে

সময়কে ধরব বলে-

দুধকলা দিয়ে পুষি বিষধর সাপ

বেপরোয়া  সময় কথা শুনে না  


দুই পায়ের উপর জীবন


 

দুই পায়ে উপর জীবন

দুই পায়ে চেনা পথ

পথে দৃশ্যের বুনন

 

প্রয়োজন ফুরালে বুঝি

সময়ের সুতো ছিঁড়ে যায়

দরজার পাশে কালো বিড়াল

মাঠে আমার ঝরা পাতার গল্প

এখনও পাথরে জলের রং লেগে আছে

 

আজ দুই পায়ের অসুখ ভীষণ

 

অনেক দিন পার হলো

এই চোখে রঙিন পালক

 আকাশ সীমানা হারালো


শূন্যতা

 

 টেবিলে জলভর্তি একটা গ্লাস

 অর্ধেকটা জল খেয়ে গেছে - বাবা

 আজ অর্ধেকটা জল আবার খেয়ে

 গেল - মা

 

 আমাদের পুরো ঘরটা এখন জলহীন   

 অন্ধকার একা

 


আমাদের  টেলিভিশন


তুমি চলে যাবার পর আমাদের দীর্ঘদিনের

টেলিভিশনটা নষ্ট হয়ে গেল ওটা আর

কোনদিনই চালু হবে নাকোনদিন পর্দা

 হবে না

সবুজ- সুনীল এখন চোখে চোখে নিদ্রাহীন

নূহের প্লাবন অন্য চোখে উল্লাস প্রবল

 

ফাঁকা ছায়াহীন একটা ঘর কেবল

মায়ার টানে কপিকল ঘুরে

 

আমার বাবা বললেন, দেখো এর চেয়ে ভালো

একটা টেলিভিশন তোমাদেরকে এনে দেব

আমরা তখন একসাথে বলে উঠি না না না...


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান