প্রথম উপন্যাসেই লাখ ডলারের বাজিমাত!
প্রথম উপন্যাসেই লাখ ডলারের বাজিমাত!

কানাডার ভ্যানকুভারের কবি এবং লেখক আয়ান উইলিয়ামস তাঁর প্রথম উপন্যাস রিপ্রোডাকশনস (Reproduction)-এর অর্জণ করলেন স্কোশিয়া ব্যাঙ্ক গিলার পুরস্কার। এই পুরস্কারের মুল্যমান এক লাখ কানাডিয়ান ডলার।

সোমবার ১৯ নভেবম্বর টরন্টোর ফোর সিজন হোটেলের এক জাঁকজমকপূর্ণ উত্সবে এবছরের এই পুরস্কার ঘোষণা করা হয়।
আয়ান ছাড়াও আরো পাঁচ লেখককে পুরস্কৃত করা হয়। যাঁরা প্রত্যেকে পাবেন দশ হাজার ডলার করে। তাঁরা হলেন- স্টিভেন প্রাইস, মেগান গেইল কোলস, মাইকেল ক্রমি, ডেভিড মেজমসগিস, এলিক্স অহলীন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার খ্যাতিমান সাহিত্যিক মার্গারেট অ্যাটউড, মাইকেল রেডহিল, ইসি এডুগন, রোহিনতন মিস্ত্রি প্রমুখ। জানা গেছে, পাঁচ সদস্যের জুরি বোর্ডের প্রধান ছিলেন কানাডীয় সাহিত্যিক রান্ডি বয়োগদা।
একটি ক্যারিবীয় দ্বীপের ফেলিচিয়া নামে এক কিশোরীকে কেন্দ্র করে রিপ্রোডাকশনসের কাহিনী বেড়ে উঠেছে।

যা একদিকে মারাত্মক, অন্যদিকে হাস্যকর প্রেমের গল্প। জুরি এক বিবৃতিতে বলেছেন, ‘এটি ভিন্ন ব্যক্তিদের একত্রিত করার এক আকর্ষক কাহিনী এবং বর্ণ ও শ্রেণি, লিঙ্গ এবং ভূগোল দ্বারা পৃথক পৃথক এবং অপরূপ জীবনের মাঝে অপ্রত্যাশিত সংযোগ আর সংঘর্ষের একটি দুর্দান্ত প্রতিভা প্রকাশ’।

আয়ান ২০১৩ সালে কবিতার জন্য গ্রিফিন কবিতা পুরষ্কার পেয়েছেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান