প্রথম দশকের কবি তুষার কবির এর জন্মদিন আজ  
প্রথম দশকের কবি তুষার কবির এর জন্মদিন আজ   

আজ ০২ ফেব্রুয়ারি প্রথম দশকের কবি তুষার কবির-এর জন্মদিন! শুভ জন্মদিন কবি তুষার কবির!

      তুষার কবির প্রথম দশকের গুরুত্বপূর্ণ, মেধাদীপ্ত, সক্রিয় ও স্বতন্ত্র স্বরের কবি! অভিনব শব্দঅভিধা ও অনবদ্য চিত্রকল্পের জন্যে তিনি ইতোমধ্যে নিজেকে এ সময়ের বহুমাত্রিক কবি হিশেবে চিহ্নিত করেছেন! তুষার কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি একই অনুষদ থেকে এম.বি.এ. (মেজর ইন মার্কেটিং) ডিগ্রি লাভ করেন।

      তুষার কবির-এর এ যাবত মোট ১৪টি বই প্রকাশিত হয়েছে! তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘বাগদেবী আমার দরজায়’, ‘মেঘের পিয়ানো’, ‘ছাপচিত্রে প্রজাপতি’, ‘যোগিনীর ডেরা’, ‘উড়ে যাচ্ছে প্রেমপাণ্ডুলিপি’, ‘কুহক বেহালা’, ‘রক্তকোরকের ওম’, ‘ঘুঙুর ছড়ানো ঘুম’, ‘তিয়াসার তৃণলিপি’, ‘হাওয়াহরিৎ গান’, ‘ধূলি সারগাম’, ‘তাঁবুকাব্য’ ও ‘প্রেম সংক্রমণ’। ‘কুঠুরির স্বর’ তাঁর কবিতা-বিষয়ক প্রবন্ধের বই।

     তুষার কবির এ যাবৎ ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’, ‘দাগ সাহিত্য পুরস্কার’, ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’ ও ‘শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার’-এ ভূষিত হয়েছেন!   সাহিত্য বার্তার পক্ষ থেকে কবি তুষার কবিরকে জন্মদিনের শুভেচ্ছা!     


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান