ফারুক সুমন এর কবিতা
ফারুক সুমন  এর কবিতা

কবি : ফারুক সুমন


রোদনভরা মধ্যাহ্নের ডাক

 

(শ্রীলঙ্কায় গীর্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার প্রতিবাদে)

 

 

রোদনের সুরে, প্রার্থনার হাত উঁচিয়ে

নিরাকার প্রভু, পড়ে আছি পথে

যেন পতিত তুচ্ছ এক ধুলিমাখা স্তুপ

 

এই বেদনাহত মধ্যাহ্নে-

যখন চৌদিকে পোড়াসংবাদ

পোড়াদেহ দেখে দেখে অন্তর্দহন

তখন শান্তির সামিয়ানা ছড়িয়ে দাও

কবুল কর এই রোদনভরা মধ্যাহ্নের ডাক

 

হাজার ধর্ম বিশ্বজুড়ে-

নিরাকার প্রভু, তোমার অজুহাতে

মানুষ মারছে মানুষ, রক্ত ঝরে পরস্পরে

মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায়

প্রার্থনায় নতজানু যারা

তারাও তো আস্থা রাখে নিরাকারে

 

তবে কেন মুসলিম মারে সনাতন

সনাতনের আক্রমণে মুসলিম?

বৌদ্ধ-খ্রিস্টান-ইহুদি-জৈন এভাবেই

মেতেছে আজ ধর্মের ধ্বজা নিয়ে

নীতির বদলে পেশীশক্তি

ধর্ম প্রচারের ভুল নিক্তি

 

নিরাকার প্রভু

আর কত নিরালায় রবে?

এই হৃদয় পুড়ে খাক, শান্তি দাও-

কবুল কর এই রোদনভরা মধ্যাহ্নের ডাক

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান