ফেব্রুয়ারির প্রথম ২ দিন জাতীয় কবিতা উৎসব
ফেব্রুয়ারির প্রথম ২ দিন জাতীয় কবিতা উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জাতীয় কবিতা পরিষদ। ছবি : এনটিভি

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কবিতা উৎসব। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

আয়োজকরা জানান, ১৯৮৭ সাল থেকে শুরু হওয়া জাতীয় কবিতা উৎসব এবার ৩২ বছর পার করছে। কবিতা উৎসবের ৩৩তম এ আসরের উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী।

বরাবরের মতো এবারো বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার কবিদের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন, এর আগে প্রত্যেক উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার কবিতানুরাগী ও শ্রোতা অংশগ্রহণ করেন। এটি শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার এক অনন্য উৎসব।

সংবাদ সম্মেলনে ১ ফেব্রুয়ারিকে সরকারিভাবে ‘জাতীয় কবিতা দিবস’ ঘোষণার দাবি জানান আয়োজকরা।

কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, কবি আসাদ চৌধুরী, রোজী সিদ্দিকী, আসাদ মান্নান, আমিনুর রহমান সুলতান, বদরুল হায়দার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান