বইমেলায় আঁখি হকের ‘গল্পে গানে শাহ আবদুল করিম’
বইমেলায় আঁখি হকের ‘গল্পে গানে শাহ আবদুল করিম’

প্রচ্ছদসহ লেখক


গল্পে গানে শাহ আবদুল করিম’। অত্যন্ত সহজ-সরল ভাষায় সাবলীল ভঙ্গিতে কিশোর উপযোগী করে বাস্তবতার চিত্র তুলে ধরেছেন লোক সাহিত্য গবেষক সৈয়দা আঁখি হক। তথ্যবহুল এ বইটি শুধু ছোটোদের নয়, কণ্ঠশিল্পীসহ বড়দেরও কৌতূহল মেটাতে সক্ষম হবে।

একটি চিঠির মাধ্যমে গল্প বলার ভঙ্গিতে শাহ করিমের জীবনের নানাদিক অঙ্কিত করেছেন তিনি। নতুন প্রজন্মের কাছে হাওরাঞ্চল ও শাহ আবদুল করিমকে পরিচয় করিয়ে দিয়েছেন নতুন আঙ্গিকে। এরমধ্যেই বইটির জন্য অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার লাভ করেছেন আঁখি হক।

অমর একুশে বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ‘গল্পে গানে শাহ আবদুল করিম’। সাদাত আহেমদের প্রচ্ছদে বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ২৭৮নং ও চট্টগ্রাম বইমেলার ৮৮নং স্টলে। এছাড়াও সিলেটে জসিম বুক হাউস থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

আঁখি হক একজন নিষ্ঠাবান পরিশ্রমী গবেষক। বাংলার চিরায়ত লোকসংগীত নিয়ে গবেষণার মতো কঠিন কাজটি সুনিপুণ দক্ষতায় করে যাচ্ছেন ব্যক্তিগত উদ্যোগে। চট্টগ্রামের সন্তান হয়েও সিলেটসহ নানা অঞ্চলের অসংখ্য মরমি সাধক-কবির জীবন-কর্ম ও দর্শন নিয়ে রচনা করেছেন বহু মূল্যবান প্রবন্ধ। দেশের প্রায় সবকটি পত্রিকায় তার গবেষণালব্ধ অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এর আগে তিনি আরো ৩টি বই রচনা করেছেন। ১. ‘আরকুম শাহ : জীবনদর্শন ও গীতিবিশ্ব’, ২. ‘পল্লিগীতির সুধাকণ্ঠ : রুপালি সুরের আল্পনা’। ৩. ‘ছোটোদের রকীব শাহ’। এ বইটির জন্য তিনি ২০১৮ সালে ‘বাবুই পাণ্ডুলিপি পুরস্কার’ অর্জন করেছিলেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান