বইমেলায় নাসরীন মুস্তাফার ৭ বই
বইমেলায় নাসরীন মুস্তাফার ৭ বই

বইয়ের প্রচ্ছদ

এবারের একুশের বইমেলায় নাসরীন মুস্তাফার ৭টি বই প্রকাশ পাচ্ছে। তার এ বইগুলোর মধ্যে দুটি বই এরই মধ্যে মেলায় পাওয়া যাচ্ছে। বই দুটি হচ্ছে, ‘অজানা সৌরজগত’। এটি প্রকাশ করেছে শিশুরাজ্য প্রকাশ। বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। ‘দুবাই-এ দুঁদে দস্যু’ বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটির নজকাড়া প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী মামুন হোসাইন।

অন্যদিকে নাসরীন মুস্তাফার আরও ৫টি বই মেলায় প্রকাশের অপেক্ষায় আছে। এ বইগুলো হচ্ছে,- ‘অজানা সৌরজগত- ৬’-এটি থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক বই। ‘মহাবিজ্ঞানী ওমর খৈয়াম’- এটি কিশোর বয়সী পাঠকের জন্য বিজ্ঞানী ওমর খৈয়ামের জীবনী।

রাজা কেন গাছ লাগান?’-এটি প্রাক প্রাথমিক পর্যায়ের শিশুদের জন্য বিজ্ঞান-গল্প। ‘মহান নেতা বঙ্গবন্ধু’-এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের শিশু-কিশোর উপযোগী জীবনী (পুনর্মুদ্রণ)। ‘প্রযুক্তির জনকেরা’- এটি কিশোর থেকে তদূর্ধ্ব বয়সীদের জন্য প্রযুক্তির ইতিহাস বিষয়ক বই (পুনর্মুদ্রণ)।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান