বইমেলায় শাহানাজ রানুর ‘নোনতা চোখের গল্প’
বইমেলায় শাহানাজ রানুর ‘নোনতা চোখের গল্প’

বইয়ের প্রচ্ছদ ও লেখক


কবি মোছা. শাহানাজ রানু জন্ম উত্তরবঙ্গের জয়পুরহাটের অজোপাঁড়া এক গ্রামে। গ্রামের আলো-বাতাসেই বেড়ে উঠেছেন তিনি। ছোটবেলা থেকেই প্রচলিত সমাজ ব্যবস্থায় নারী-পুরুষ বৈষম্য লেখিকার ভাবনার জগতকে প্রভাবিত করত। প্রতিবাদের পন্থা হিসেবে শুরু করে লেখালেখি। এসব লেখা মলাটবন্দি হয়ে বের হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইয়ের নাম ‘নোনতা চোখের গল্প’। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। মূল্য ১২০ টাকা। বইমেলার পাওয়া যাচ্ছে সময় প্রকাশনের ১২নং প্যাভিলিয়নে।

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাদের পাড়ার এক অভিজাত পারিবারে জন্ম নেয়া শাহানাজ রানু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে কাউন্সিলর হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি বলেন, বাল্যকাল ছাড়াও পেশাগত জীবনে এসে কূটনীতিবিদ হিসেবে এশিয়া-ইউরোপের নানা দেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। নানা বৈচিত্র্যময় অভিজ্ঞতা আমাকে প্রতিনিয়ত সাহায্য করেছে নিজেকে বুঝতে এবং আরো সংবেদনশীল হতে। এসব অভিজ্ঞতা থেকেই লিখেছি বইটি।

বইমেলা ছাড়াও বইটি পাওয়া যাবে রকমারি ডটকমে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান