বসন্তের বুনো রাইতে
বসন্তের গভীর রাতে মুখোমুখি দু'জনে
চোখে চোখ রেখে গলা ডুবিয়ে পান করবো।
সিগারেট জ্বালাও, আমাকেও দাও
বসন্তের কনকনে রাতে উদাসী বাতাসে উড়াবে চুল
তোমার লাল দুপাট্টা ভাসবে গুড্ডির মতো,নাটাই বিহীন উদ্যেশ্য হীন।
আমি আকন্ঠ পান করে করে রাত বিহীন হবো
পানপাত্রে দোলে উঠবে রাজ্যের তাবৎ গোলাপ
বসন্তের উদ্দাম বুনো রাইতে
আজ বাংলাদেশে প্রথম ফুটেছে টিউলিপ
শুধু তোমার জন্যে শুধুই তোমার জন্যে।
তিরতির কাপছে রুদ্রদীপ
বাসন্তীর বেখাপ্পা আঁচলের আঁচড়ে ভেঙেছে চশমা
কাঁচের উপর মেঘ এঁকেছে কুয়াশার আল্পনা
ফ্রেমের ইস্ক্রু আর খোঁজে পাওয়া গেলোনা
বেহায়া সময়ের অশ্লীল ব্যবস্থাপনাকে থাবড়ানো বাতাসি আজ ধর্মঘট করছে
কুয়াশার সৃষ্টিশীলতাকে আঁকবে বলে,ফেরানো তো গেলোনা জলকন্যাদের
জ্যোতির্বিজ্ঞানীরা বলছে বিস্তৃতি বাড়ছে আকাশের
পোশাকিভদ্রতায় বলছেনা কেউ বলেনা পাল্লা দিয়ে বাড়ছে মনের দুরত্ব
ম্যারাথন দৌড়ে পাহাড়ের চুড়োয় বুদ্ধ ক্যাংএ ভান্তের ধ্যান ভেঙ্গেছো বজ্রযানী
আশীর্বাদ আদায়ের আশ্রয়ে কেঁপেছিলে মেঘরাগের নিনাদে
পদার্থবিজ্ঞানের বিপরীত তত্ত্বের মতো দুরত্বের পরিধি বাড়ছে ক্যাঙের খুপরিতে
মনের ভেতর জমে থাকা কুসংস্কারের ভয়ে তুমি ক্রমাগত আড়ষ্ট হচ্ছিলে বরফের মতো
ধীরে ধীরে উষ্ণ আদ্রতায় গলছে বসন্তের হৃদয়, তিরতির কাপছে রুদ্রদীপ
জানালার ওপারে
বসন্তের আকাশে মেঘ যখন ছাই হয়ে যায়
রোদে পোড়া চৌচির জমিন হাসে
আকাশের বিস্তৃতি যতোই বাড়ুক
মাধ্যাকর্ষণ শক্তি ততোই কাছে টানে
রোদ মেঘ বাষ্পীভূত যন্ত্রণাকাল পেরুতে
বৈশাখ ঘূর্ণিঝড় আসবেই,শুধু বসন্ত যাতনা।
রুদ্রদীপ জানে মেঘ কেটে যাবে চৈত্রের ঘূর্ণী হাওয়ায়
বাতাসের তুড়ে উড়ে এসে কাঞ্চন কাকন চুড়ি বাজাবেই
আচানক অনাকাঙ্ক্ষিত পুষ্পিতা ভগ্নকণ্ঠে বলবে সরি
প্রভাতে ফুলেল সুভাষে ভেসে সুমধুর আজান
কিচিরমিচির করে প্রভাত পাখি
তোমার ঘুমচোখে ভাসে সদ্যস্বপ্নের আবেশ
কুসুম কুসুম শীতে কে যেনো ডাকে আদুরে স্বরে
ফারজানা ফারজানা
ভোরের লতানো কুয়াশায় ফুল আঁকে আঁচ করা যায়!!
পাতাবার হীমেল বাতাসে আলসে কন্যে কাঁথা ভেবে কাঁটায় জড়ায়
দেখেনা কেউ , কবি তীর্থের কাক।
অতঃপর
কুয়াশার সামিয়ানা ডিঙানোর পর, চাঁদও আটকে যায় তোমার আচঁলে
আচঁলের ফাকে ফাকে মৃদু জোসনা ঝরে
জানালার ওপারে গোলাম আলীর গজল ভাসে।
লেখক
কবি ও নব্বইয়ের নির্যাতিত প্রগতিশীল ছাত্রনেতা,
প্রকাশিত গ্রন্থ
কবিতা -
গহীনে দ্রোহ নীল
শুভ্রতার কলঙ্ক মূখস্ত করেছি
নৈনিতালের দিন
শের-এ মানিক বৈরাগী
মৃত্যুর গান গাই
শিশুতোষ গল্প
বন বিহঙ্গের কথা
ইরাবতী ও কালাদান
তড়িৎ বার্তা -suamanik1971@gmail.com
কক্সবাজার, বাংলাদেশ