বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়েছে। অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

রবিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনের পরিপ্রেক্ষিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার ১১টি বিভাগে মোট ১৫ জন গুণী ব্যক্তি এ পুরস্কার পাচ্ছেন।

এবার যারা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন-

১.    কবিতা- আসাদ মান্নান ও বিমল গুহ

২.    কথাসাহিত্য- ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী

৩.    প্রবন্ধ/গবেষণা- হোসেনউদ্দীন হোসেন

৪.    অনুবাদ- আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী

৫.    নাটক- সাধনা আহমেদ

৬.    শিশুসাহিত্য- রফিকুর রশিদ

৭.    মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- পান্না কায়সার

৮.    বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা- হারুন-অর রশিদ

৯.    বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান - শুভাগত চৌধুরী

১০.   আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী- সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো

১১.   ফোকলোর- আমিনুর রহমান সুলতান।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান