বাংলা সাহিত্যে প্রথম প্যালিনড্রোম কবিতাগ্রন্থ এবার বইমেলায় !
বাংলা সাহিত্যে প্রথম প্যালিনড্রোম কবিতাগ্রন্থ এবার বইমেলায় !

প্যালিনড্রোম কবিতাগ্রন্থের প্রচ্ছদ

বাংলা সাহিত্যে প্রথম!! এবারের বই মেলায়!! বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েটের) আহসান উল্লাহ হলের একজন নিরাপত্তা প্রহরী লেখা প্যালিনড্রোম কবিতা বই বেহুলাবাংলা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

প্যালিনড্রোম শব্দের অর্থ কি?

যেকোনো শব্দ, সংখ্যা ও বাক্য বাম দিক থেকে পড়লে অর্থ যা হবে, আবার ডান দিক থেকে বর্ণগুলো উল্টিয়ে পড়লে অর্থ তাই হবে।

যেমনঃ নয়ন, ৪৪৪ ইত্যাদি।

প্যালিনড্রোম কবিতাগ্রন্থের কবি : ফরিদ উদ্দিন

কবিতাগুলো কেমন?

PALINDROME শব্দটি গণিত থেকে এসেছে। ইংরেজি সাহিত্যে এর প্রচলন চোখে পড়ার মত।

বাংলা সাহিত্যে এর প্রচলন খুব বিরল। তবে পূর্বে কিছু কবি বাহিনী দু'চার লাইন করে লিখে গেছেন।

বাংলা সাহিত্যে দুই ধরনের প্যালিনড্রোম কবিতা রয়েছে।

এক। বর্ণ দিয়ে, যেমনঃ যা নাদিম মদিনা যা ( বাম ও ডান দিক থেকে পড়লে অর্থ তাই হবে)।

দুই। শব্দ দিয়ে, যেমনঃ বই পড়ি বই রই আনন্দে রই। ( বাম ও ডান দিক থেকে পড়লে অর্থ তাই হবে)। বাংলা সাহিত্যে বর্ণ দিয়ে প্যালিনড্রোম কবিতা লিখলেও শব্দ দিয়ে কেউ কখনো লেখেননি। এটা বাংলা সাহিত্য প্রথম।

গ্রন্থটি পাঠকরা পাবেন বেহুলাবাংলা। স্টল নং ১২৩-১২৪।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান