বাকী বিল্লাহ‌্ এর ৪টি কবিতা
বাকী বিল্লাহ‌্ এর ৪টি কবিতা

কবি : বাকী বিল্লাহ্

অভিজ্ঞান

রাত যতো বাড়ে, তুমি ততো বাড়ো কামিণী

আমি যত ডাকি

তুমি ততো সরো

ক্রমে শেষ হয় যামিনী !

একটি অমীমাংসিত কবিতা

নৌকাটি কার

আমার না মাঝিটির ?

যে আমি খেয়া পার হবো তার

নাকি যে মাঝি পার করে খেয়া

কার ?

দাম্পত্য

চঞ্চুতে খড়-কুটো এনে বাধিয়িছো ঘর

ছোট্ট- নীরব

বাস করো পাশাপাশি , রাতভর হাসাহাসি

যুগল-সরব ।

ও গ্রাম ও গৃহস্থ জীবন

ও গ্রাম ও গৃহস্থ জীবন

ইক রকম এই শূন্য গোয়াল , অনাবাদী ভূমি

খরা আর মহামারী এসে আমাকে কাঁদালো

তুমি কাঁদালোনা ?




সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান