বিশিষ্ট কবি সোহরাব পাশার জম্মদিন আজ
বিশিষ্ট কবি সোহরাব পাশার জম্মদিন  আজ

সাম্প্রতিক বাংলা কবিতার অন্যতম বিশিষ্ট কবি সোহরাব পাশার জম্মদিন আজ। 

১৯৫৬ সালে ১ জুলাই টাঙ্গাইল জেলার গাটাইল উপজেলার পুলহারা গ্রামে তিনি জন্ম গ্রহন করেন।  সত্তর দশকে বাংলা কবিতায় তাঁর আগমন এবং আশির দশকে পাঠক পরিচিতি লাভ করেন। ১৯৭৬ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি এ অনার্স এবং ১৯৭৮ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এম এ পাস করেন।  

তিনি বর্তমানে ময়মনসিংহের ঈশ^রগঞ্জ ডিগ্রি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

তাঁর প্রকাশিত ১৭টি কাব্য গ্রন্থ । তন্মধ্যে পাথর রাত্রি(১৯৮৮) আনন্দ বাড়ি নেই(১৯৯৩) বিকেলে জলপাই রোদে(২০০২) শরবিদ্ধ স্বপ্নবেলা(২০০৪) ভালোবাসা অগ্নির হাতে (২০০৯) কেউ বলেনা কিছুই (২০১১), মুক্তিযোদ্ধের কবিতা উল্লেখ যোগ্য।

কবির জন্ম দিন উপলক্ষ্যে ঈশ^রগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োন করা হয়েছে। কবি বাংলা একাডেমীর জীবন সদস্য।

তিনি যে সকল প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা ও পুরস্কার পেয়েছেন সে গুলো হচ্ছে পঞ্চদল সাহিত্য গোষ্ঠি গোড়াশাল,নরসিংদী প্রভাতী সংঘ,বরাত নরসিংদী, কচি কাঁচার মেলা গফরগাও, ২১ শতকের স্রোত দুর্গাপুর, সাহিত্য সমাজ ১৪১৭ সম্মানন্না, টাঙ্গাইল সাহিত্য সংসদ, ভাষা সৈনিক শামছুল হক স্মৃতিপদক ২০১২, আপতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে সংবর্ধনা ২০১১ ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান