ভালোবাসার ‘নীলপদ্ম’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
ভালোবাসার ‘নীলপদ্ম’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

মো. মেহেবুব হক রচিত ভালোবাসার ‘নীলপদ্ম’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি নাট্যজন রামেন্দু মজুমদার, শিশুসাহিত্যিক আলী ইমাম, সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও প্রকাশক ফরিদ আহমেদ।

তাবাস্সুম মাইশা মোনার সঞ্চালনায় মিলনায়তনে উপস্থিত সুধীজনের মাঝে ‘ভালোবাসার নীলপদ্ম’ কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনানো হয়। কবিতা শুনে অনেকে আনন্দে মেতে উঠেন এবং মুর্হুমুহু করতালির মাধ্যমে নিজেদের আবেগ প্রকাশ করেন।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে রামেন্দু মজুমদার বলেন, ‘মো. মেহেবুব হকের এটি প্রথম কাব্যগ্রন্থ হিসেবে প্রশংসার দাবিদার। কারণ তিনি গ্রন্থটি রচনা করেছেন অত্যন্ত সহজ ও শ্রুতিমধুর ভাষায়। এটি যেকোনো পাঠক পড়ে কবিতাগুলোর প্রেমে পড়ে যাবে।’

আলী ইমাম তার বক্তব্যে বলেন, ‘ভালোবাসার নীলপদ্ম কাব্যগ্রন্থের সবগুলো কবিতা এতটা স্বচ্ছ যে, এর মধ্যে আমি কোনো ভেজাল শব্দ খুঁজে পাইনি। ডাবের পানি যেমন ভেজাল মুক্ত, তেমনি এই গ্রন্থখালিও আমার কাছে ডাবের পানির মতো মনে হয়।’

নাঈমুল ইসলাম খান বলেন, ‘মো. মেহেবুব হকের কবিতা আমার কাছে সার্বজনীন মনে হয়েছে। কারণ প্রতিটি কবিতায় যেমন প্রেম আছে তেমনি আছে আমাদের জীবনের কথাও। আমার বিশ্বাস মেহেবুব নিয়মিত লিখলে আরো ভালো করবে।’

কবি মো. মেহেবুব হক বলেন, ‘আমি নিয়মিত লিখতে চাই। সবার অনুপ্রেরণায় আমি ইতিমধ্যে আরেকটি কাব্যগ্রন্থ লেখা শুরু করে দিয়েছি। খুব শিগগিরিই এটি প্রকাশ করবো।’

উল্লেখ্য, মো. মেহেবুব হকের জন্ম ১৯৮৫ সালে যশোরের সারসায় মো, ফজলুল হক ও মমতাজ বেগমের সংসারে। তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে কাস্টমস এন্ড এক্সাইজের ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত আছেন। অনিন্দ্র প্রকাশ থেকে প্রকাশিত ‘ভালোবাসার নীলপদ্ম’ তার লেখা প্রথম কাব্যগ্রন্থ। ৮০ পৃষ্ঠার কাব্যগ্রন্থটিতে কবিতা আছে ৬৪টি।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান