মলয় রায়চৌধুরীর দুটি কবিতা
মলয় রায়চৌধুরীর দুটি কবিতা

চুমু
উৎসর্গ : ভূবনমোহিনী রাণা


আমি তো চাইনি তবু তুমিই এগিয়ে দিলে ঠোঁট
চেপে ধরলে, আর আমি জড়িয়ে ধরতেই সপাটে
কষিয়ে দিলে চড় ; মা-বাবার কাছে এরকম চড়
খেলে নিশ্চয়ই কেঁদে ফেলতুম । আমি তো একটা
কবিতা ইংরেজিতে লিখে ভালোবাসা জানিয়েছিলুম
জানতুম তুমি মদ থেয়ে আছো, নেপালের মদ--
ছ্যাড়িনি কিন্তু আমি, জাপটে ধরে তাপ নিচ্ছিলুম
চড়ের আওয়াজে মাঝিরাও আমাদের প্রেম দেখছিল
আবার পাবো না কি তোমাকে গঙ্গার ধারে মাঝিদের
চমকে-দেয়া চুমু ও চড়ের দ্বৈত সন্ধ্যাসঙ্গীতে ?

নরম


হে নরম তুমি চরম কঠিন কঠিনতম
হে নরম জীব-জগতের কী এক বিস্ময়
বিচলিত ঠোঁট খুলতে উৎসাহ কেন দাও
মুঠোর আঙুলও মেলে ধরো হে নরম তুমি
দেহ থেকে আচমকাই মেঝেতে ফেলে দাও
নরম মেলে ধরবে বলে হে নরম তুমি
চরম কঠিন কঠিনতম তুমি তবুও নরম


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান