মহীতোষ গায়েন এর দুটি কবিতা
মহীতোষ গায়েন এর দুটি কবিতা

বেঁচে থাকার বারোমাস‍্যা



একদিন প্রিয় মানুষও চলে যাবে অবলীলায় 
নক্ষত্র ঝরার মত যাবে আলো ও অন্ধকারে,
আকাশের সব নক্ষত্র একসময় মিলিয়ে যাবে
সবাই একদিন চলে যাবে আলোকবর্ষ দূরত্বে।

এখন দুঃসময়,এভাবে ভালো থাকা কতদিন?
এখন থেকে একা থাকা অভ‍্যাস করতে হবে,
অভ‍্যাস করতে হবে গাছ,ফুল,সমুদ্র,পাহাড়ের
সাথে কথা বলতে,তাহলেই বেঁচে যাবে অনন্ত। 

এখন মানুষরা বলছে ভালো নেই,এখন পাখিরা
বলছে ভালো নেই,এখন বাতাসরা বলছে ভালো
নেই,চলো গাছেদের কাছে নির্জনে রাত কাটাই
চলো পাহাড়ের কাছে নির্জনে ফুল ফোটাই।

বারোমাস,ছয় ঋতু সব ফিরে ফিরে আসে,সব
জল ঝরে অত্যন্ত গোপনে,এসো সূর্যাস্ত দেখি,
সারারাত হাঁটি তারাদের সাথে,নবজীবনের
উদ্বোধনী সঙ্গীতে মহামারি শেষে একসাথে বাঁচি।


উপাখ্যান 


প্রকৃত মানুষের চোখে 
চোখ পড়লেই স্বপ্ন দেখি, 
আগুনকে ভয় পাই না আর, 
রাতের অন্ধকারে আকাশের তারা গুনি,  

হিসেব মেলাতে পারি না,
শরীরের অলিগলিতে ঢুকে পড়ে 
প্রতিরোধের বীজ...
রহস্যময় অন্ধকারে শুনতে পাই মেঘমল্লার;
ভুবনডাঙ্গার মাঠে চুরি যায় 
বসুন্ধরার এক গোপন  উপাখ্যান।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান