মামুন মোয়াজ্জেম এর কবিতা
মামুন মোয়াজ্জেম এর কবিতা
আমার সাক্ষ্য

প্রথমতঃ মিথ্যা বলছি
যেমন ধরুন আমি কবি নই
আমার বৃষ্টিরা সকলের মতো সাদামাটা
আর রোদেরা আলো খেলে না
প্রান্তর বিরাণ করে বড় বড় ফাটলে।

আমি সারাক্ষণ মিথ্যা গান শুনিয়ে যাচ্ছি
আমার কন্ঠ থেকে যে বিষ বেরোয়
তাতে সুর ভিজিয়ে আপনার কানে ঢালছি !
সত্যি বলছি আমি মিথ্যা বলে যাই
আপনাকে শোনাতে হাজারটা মিথ্যা গল্প রাতে বানাই
গল্পের ভেতর যে গলিঘুপছি পথ
তার অলঙ্কার আমি আটপৌরে পথেই কুড়াই
আমি খুব সাদামাটা নিমগ্ন জাদুকর
হাত সাফাইয়ে ভড়কে দিতে
প্রতিদিন মিথ্যে ফুল পাখি সাজাই ;
খুব ঘটা করে বৃষ্টি এলে
আমিও ঘুমে আরাম যাই
অথচ বৃষ্টির গল্প শোনাতে আপনার ঘুম কেড়ে নিই।

গরম আগুনে সেঁকা রুটির ফোলনের মতোই
লোভনীয় ফাঁপা গল্পে
শেষতক মিথ্যা বলছি-
বেলুনতো ফোলে ফোলে মিথ্যে বড়ত্বই দেখায়
সত্যিই বলছি আপনাকে যে মিথ্যা বল্লাম
বিষয়টি সত্য ছিলো!

বিশুদ্ধতা

নির্লিপ্ত থাকো
হররোজ জাগতে নেই
যে ইচ্ছের দড়ি টানছে অলক্ষ্যে
তার বেমক্কা টানে ঘুম ভাঙতে নেই।

কোনকালেই সব ইচ্ছে রূপ পায়নি
কিংবা বাইরের প্রগলভ প্রলোভন
নিয়ে যায়নি ইপ্সিত গুহায়
গুপ্তধনের সার সার খোলা বাক্সে
প্রাণফাটানো কোন উচ্ছ্বাসে!
হররোজ বাগান করেই মেলে না গোলাপ
গোলাপেরও থাকে কিছু প্রস্ফুটনকাল
স্নিগ্ধ সকাল-
গন্ধ বিলিয়ে দেবার মতো তাপানুকুল
ফুরফুরে বাতাস!
নির্লিপ্ত থাকো
সৌন্দর্য আপন খেয়ালে ধরা না দিলে
কবিতার অন্দর খুলো না।

ইচ্ছে হলেই চর্বিত উপাদানে গাঁজানো
বাসি শব্দের কবিতা লিখতে নেই।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান