মাহমুদ হাসান শিকদার এর মুখোমুখি মিজানুর রহমান বেলাল
মাহমুদ হাসান শিকদার এর মুখোমুখি মিজানুর  রহমান বেলাল

 

 

সমকালীন অবক্ষয়ের চিত্র নিয়ে নির্মিত অবতার।


আগামী ১৩ সেপ্টেম্বরসারা দেশে মুক্তি  পাবে চলচ্চিত্র নির্মাতা মাহমুদ হাসান শিকদার ’র চলচ্চিত্রঅবতার চলচ্চিত্রটি শুরুতেই সেন্সর বোর্ডে যেমন প্রশংসিত হয় তেমনি চলচ্চিত্রটির সাথে সংশ্লিষ্ট শিল্পী এবং কলাকুশলীদের সবার মুখে মুখে এই সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অবতার এবং তার নানান বিষয় নিয়ে এই আলাপনের সঙ্গে ছিলেন--- কবি নাট্যকার মিজানুর রহমান বেলাল

 

প্রশ্ন:- ০১:: আপনার শৈশবের কথা জানতে চাই....

: উত্তরঃ বাড়ি পিরোজপুর জেলার ঝাটকাঠি গ্রামে। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট। জন্মের পরপরই বাবা মারা যান। আমার শৈশব কেটেছে দূরন্তপনায়। গুলতি, গোলাপ, মার্বেল, হাডুডু, দাড়িয়াবান্ধা, ফুটবল, ক্রিকেট এসব খেলায় মেতে থাকতাম সারাক্ষন। তদুপরি ঘুড়ি উড়ানো এবং মাছ ধরা ছিলো প্রবল নেশা৷ পড়াশুনায় মেধাবী হবার কারণে আমাকে সরাসরি ক্লাস থ্রি তে বড় বোনের সহপাঠী হিসেবে ভর্তি করিয়ে দেয়া হয়

 

প্রশ্ন:- ০২:: নির্মাতা হবার ইচ্ছেটা কীভাবে মাথায় এলো?

:- উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সমকাল নাট্যচক্রের সঙ্গে জড়িয়ে পড়ি আমি। সেখান থেকেই মূলত শিল্পবোধের জন্ম। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ঢাকায় এসে প্রথমে লাইট, ক্যামেরা, এডিটিং এর উপর প্রশিক্ষণ নেই। সহকারী পরিচালক এবং পরিচালক হিসেবে দীর্ঘদিন ছোটোপর্দায় কাজ করেছি। এরপর তিন বছর ছোটোপর্দা থেকে বিরতি নিয়ে বড়পর্দায় আসার প্রস্তুতি নিয়েছি। অতঃপর অবতারের যাত্রা শুরু

 

প্রশ্ন:- ০৩:: আপনার পছন্দের কয়েকটি সিনেমার নাম বলুন; যা আপনাকে আত্মতৃপ্তি দিয়েছে বা অনুপ্রাণিত করে?

:- উত্তরঃ বাংলা চলচ্চিত্রের মধ্যে "কাঁচের দেয়াল, ফকির মজনু শাহ।" হিন্দী চলচ্চিত্রঃ রাং দে বাসান্তি, পি কে, মুন্না ভাই এম বি বি এস, থ্রি ইডিয়টস

 

প্রশ্ন:- ০৪:: আজকাল অনেক নির্মাতাই অনলাইন নির্মাণে ঝুঁকছেন। কেউ কেউ সাফল্যও পাচ্ছেন। আপনার কোনো পরিকল্পনা আছে কী?

:- উত্তরঃ আপাতত চলচ্চিত্র নিয়েই থাকতে চাই

 

প্রশ্ন- ০৫:: অবতার নিয়ে বলুন। কেনো দর্শক দেখবে?

:- উত্তরঃ সমকালীন অবক্ষয়ের চিত্র নিয়ে নির্মিত অবতার। কারিগরী মান এবং নির্মানশৈলী যেমন সবার ভালো লাগবে, তেমনি চলচ্চিত্রে রয়েছে বিনোদন এবং মেসেজ। তাই আশা করছি সব শ্রেণীর দর্শক আমার চলচ্চিত্রটি উপভোগ করবে

 

প্রশ্ন- ০৬:: অবতার নির্মাণের কোন বিশেষ স্মৃতিচর্চা করুন; যা আপনাকে আজও ভাবায়?

:- উত্তরঃ এই সিনেমার অধিকাংশ শ্যুট হয়েছে পাবনাতে। যে স্পটেই শ্যুটিং করেছি সেখানেই হাজার হাজার দর্শনার্থী ভীড় করতেন। কিন্তু কেউ কোনো অসহযোগিতা করেনি

 

 

 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান