মিন্টুসারেং এর তিনটি কবিতা
মিন্টুসারেং এর তিনটি কবিতা

কবি মিন্টুসারেং

আমাকে পিছু ডাকার প্রয়োজন কি

আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
ছিলামতো তোমারি সাথে
তুমি তখন ছিলে কোমল কিশোরি
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
লাল ফিতার বিনোদ বেনী
ফ্রকপরা তুমি।

হেঁটেছি অনেক পথ হাতে হাত ধরি
ঝোঁপ-জল-জংগলে,কেটেছেতো অনেক দিন
ধুলু-বালির সংসার গড়ে,খেলেছি চুড়ুইভাতি
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
ওড়না পরা তুমি।

তারপর পাশাপাশি কুড়িয়েছি ভোরের শিউলি
দু-পাশে ফুটেছিল কৃষ্নচূড়া
তোমার খোপায় দিয়েছি গুজি
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
শাড়ী পরা তুমি।

অনেক দিন হয়েছে, তোমাকে পাইনি কাছে
তুমি আমার চির চেনা অস্ত্বিত্ত্বে আছো মিশে
বকুল ফুলের মালা হাতে,
এখনো অপেক্ষা করো কি তুমি
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি
সাত সমুদ্র তের নদী পারে
তুমি গড়েছো বসতি।
আমাকে পিছু ডাকার প্রয়োজন কি?

মানুষ-গাংচিল-বালিয়াড়ি নিমগ্ন সভায়

সমুদ্রগামী জাহাজের মাস্তুল জুড়ে
খেলা করা গাংচিল, সোনালি রোদে ডানা মেলে
উড়ে যাওয়া পলিমাটির দ্বীপে,
প্রানজাগা মানুষের ক্লান্তির ঠিকানা খোঁজে
নিলাকাশ চাঁদেরকণা চাঁদোয়ারঝালর

হঠাৎ রাত্রিনামা অঞ্চল,শিকারীপাখির আর্তনাদ
বিদির্ন চিৎকারে রাতের নির্জনতায় কষ্টের
কুয়াশা ঝরে পড়ে টুপটাপ,অতঃপর সব চুপচাপ
শীত লেপমুড়ি দিয়ে লুকায় এ কোন রাত্রির পাপ,

বসতির সকল সবুজাভ, জন্ডিসাক্রান্ত বিষন্নতার,
হলদে রঙে ঢেকে দেয়,নিষ্প্রান -জন্মলগ্নে
ভুমিষ্ট বিকলাঙ্গ শিশু,কাঁদে কেবল মাতৃকোলে
থামেনা সে কান্না বেঁচে থাকার অথৈ-জলে।

জীবাশ্ম মিশ্রিত চোখের নোনায়, দুঃখ জমে
দুঃখ জমে, এ দুঃখের বিশাল পাহাড়পুরে
জমানো বালিয়াড়ি হয়ে যায় দুঃখের মরুভুমি
সুখপাখির ঠোটে পত্র আসে, অচেনা নির্ঘুম পৃথীবি,

বেলা বয়ে যায় মহাকালের সুক্ষ্ম সূতায়
মানুষ-গাংচিল-বালিয়াড়ি নিমগ্ন সভায়।

অর্জিত সভ্যতা ভাংগে হিমালয়
সমুদ্র তরংগমালা
সারেং হারাবেনা গতিপথ , বন্দরে পৌঁছুবে
সাংগ করে সকল খেলা।

অমৃতের সন্তান


তোমার সূর্যমুখি হাসির আড়ালে
বৃন্ত থেকে খসে পড়া মৃদু মন্দ বাতাসে
যে প্রজাপতি, উড়ে গেল ক্ষানিক আগে
তাকে ভালভাবে দেখে নাও
সে হবে তোমার দুঃখের সাথী।

কালো অধ্যায়ের যবনিকা পাঠ
গতান্তরহীন প্রতিক্রিয়ায়, বেরিয়ে যাওয়ার চাতুরতা,তোমার গলগ্রহ,লুকানো বিদ্যাপিঠ
তুমি ভাবতেই পারোনি পিঠে ছুরিকাঘাত
রক্তক্ষরনের কালে খুঁজে পাবেনা তুমি
কোন বন্ধু সহজাত,এ তোমার দুর্ভাগ্য
তুমি ছিলে সময়ের সাহসী সন্তান,
কারন, তোমার কোন দোষ নেই,
তুমি ছিলেনা অসৎ।

প্রবাহমান গড্ডালিকায়, আজ তোমার কোন ভুমিকা নেই,তোমার সাথে চলমান,
সবকিছু বড় অমিল,বেমানান,
তাই বলে ভুলে যেয়োনা
আগামির তুমি হবে
অমৃতের সন্তান।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান