মিলি সুলতানা'র গুচ্ছকবিতা
মিলি সুলতানা'র  গুচ্ছকবিতা

কবি : মিলি সুলতানা

আরশি

ঠোঁটে ঠোঁট মেখে বেড়েছে হৃদস্পন্দন।
তোমার আদরের গন্ধটা লালচে।

স্মৃতির খাতায় কিছু কালো দাগ
 শুভ্র অশ্রুবিন্দুর অবারিত ধারা, 
শিউলীগাছের ছায়ায় নড়ে বসেছিল 
মনের অক্ষরগুলো। 

গগনের আরশিতে রৌদ্রস্নাত ভোর
মৃদুপায়ে এসেছে ভিনদেশী অতিথি পাখি। 

শুকনো ফুলগুলো বইয়ের পাতায় জীবিত; 
তোমার পদচারণায় নির্জন দ্বীপের 
রুপালী সুখতারারা প্রানবন্ত। 

যেন হেমন্তের গাল ছুঁয়েছে 
অনন্তিকার প্রজাপতি।

কুয়াশার ধূম্রজাল


নিসর্গ রাতের রাস্তায় ল্যাম্পপোষ্টের 
গা জুড়ে ঝুলন্ত ছায়ামূর্তির হতাশা। 

বহুদূরে শোনা যায় নদীতে
 ভাটার টানের গান।

অমিয় সুখে লাঘব হয় 
বিষন্নতার দীর্ঘশ্বাস। 
জলের কিনারে অর্ধমৃত সোনালী মাছ,
আলতো করে ছুঁয়ে দিতে চায়
অসমাপ্ত প্রতিশ্রুতির বর্ণমালা। 

কুয়াশার ধুম্রজালে আটকেছে নির্ভরতা 
প্রখর রোদে পুড়েছে শ্যামল উদ্যান ; 
রদবদলের অচেনা খেলায় 
আপন মুখগুলো বিভ্রান্ত। 
সাগরের বুক ফুঁড়ে আসে গাঙচিল।

ঘুম


বেখেয়ালি প্রেমের কাছে 
মেরুদণ্ড নতজানু ;
সুরমা নদীর পাড়ে 
ছলছলিয়ে ঢেউগুলো হাসে। 

বাতাসে মায়াহীন ঘুঘুর ডাক শুনি,
ধানের শীষে গঙ্গাফড়িং,  
ধুসর খরখরে জংলায় 
দুরন্ত দোয়েলের উড়াউড়ি। 

ডোবার জলে কচুরিফুলের স্বস্তি। 
পাখিদের সাথে মিশে গিয়ে 
প্রিয় বৃক্ষের বুকে ঘুমাবো, 
একাকী পথিক ফিরে যাবে কুটিরে। 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান