মুহাম্মদ সাঈদ এর কবিতা
মুহাম্মদ সাঈদ এর কবিতা

কবি : মুহাম্মদ সাঈদ

ঈশ্বরের প্রতি

ঈশ্বরের প্রতি আমার লোভ,ক্ষোভ,আক্ষেপ,অনুরাগ অভিযোগ নেই,,,,,,,
অভিমানের জায়গা থেকেও সরে গেছি খুব সহজেই
ঝরা পাতার মত-মৃত শামুকের মত,
গতকালকের মত,গোখরার খসে পড়া খইশের মত-
আবহমানকাল থেকে প্রচলিত নিজস্ব নিয়মেই! 

পারতপক্ষে মুখোমুখি বসি না বিপত্নীক সময়ের
কন্যাদায়গ্রস্ত পিতার 
আর বিপর্যস্ত লৌকিক প্রথার সম্পূর্ণ নতুনত্বে-
সত্ত্ব অধিকারের কথা ভুলে যেতে যেতে
নিজেকে আবিস্কার করেছি ঋনগ্রস্ত কৃষকের খড়ের গাঁদায় মৌসুমী ঝড়ের সম্মুখে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান