ময়মনসিংহ শহরের ১২ জন তরুন শিল্পীকে সম্মাননা প্রদান।
ময়মনসিংহ শহরের ১২ জন তরুন শিল্পীকে সম্মাননা প্রদান।

ছবি : অনুষ্ঠানের


নিজস্ব: এসো প্রাণে উচ্ছলতার প্রাঙ্গণে স্লোগানে অনসাম্বল থিয়েটারের একযুগ পূর্তিতে ময়মনসিংহ শহরের সাংস্কৃতিক জগতের বিভিন্ন শাখায় অবদানের জন্য তরুন শিল্পী সম্মাননার আয়োজন করা হয়েছে।

ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে কর্মমুখর সংগঠন হিসেবে অনসাম্বল থিয়েটারের একযুগ পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ২২ জুন ২০১৯ শনিবার সন্ধ্যায় অনসাম্বল থিয়েটার মুক্তমঞ্চ,কাচারি ঘাট এলাকায় এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় এর যুগ্ম সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস, মোমেনশাহী সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. উম্মে জহুরা, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজুর রহমান মন্তা, এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরজু পারভেজ। অনুষ্ঠানটিতে আমন্ত্রিত সুধীজনদের মধ্যে ছিলেন অনসাম্বল থিয়েটারের উপদেষ্টা কাজী আজাদ জাহান শামীম, এডভোকেট ইমদাদুল হক সেলিম, ইয়াজদানী কোরায়শী কাজল এবং আকাশ ডিটিএইচ সার্ভিসের পরিবেশক মাসুদ পারভেজ।

সংগঠনটির উপদেষ্টা কাজী আজাদ জাহান শামীম ও সভাপতি আবুল মনসুর এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার সম্মাননাপ্রাপ্তদের তরুন শিল্পীদের হাতে তুলে দেন। অনসাম্বল থিয়েটার কর্তৃক তরুন সম্মাননা প্রাপ্তরা হলেন নাট্যকার এস এম রনি, মঞ্চ নাটক নির্দেশক চিন্ময় দেবনাথ, টেলিভিশন নাটক নির্মাতা জহির খান, গল্পকার

কামরান পারভেজ,
অভিনয় শিল্পী নুছরাত ইমাম বুল্টি, বাচিক শিল্পী মোঃ সায়মুল হক রিমন, কণ্ঠ শিল্পী জয়িতা ফাহমী, নৃত্য শিল্পী এস এম সাজেদুল হাসান সাজু,
আলোকচিত্রী শিল্পী এম হক তপু, চিত্র শিল্পী মো. রাজন, কবি নীহার লিখন এবং সাংস্কৃতিক সংগঠক সুদীপ রায় সুমন৷ প্রাণবন্ত এ আয়োজনটি উপভোগ করতে ময়মনসিংহের নানান প্রান্তের লোকজন অনসাম্বল থিয়েটারের কাচারীঘাট এলাকার মুক্তমঞ্চের চারদিকে ভিড় করেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান