যত নিষিদ্ধ সিনেমা
যত নিষিদ্ধ সিনেমা

২০০০ সালের থেকে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ‘৭৯৩টি চলচ্চিত্র প্রদর্শনের অনুমতিপত্র’ দেয়নি সেন্সর বোর্ড। 

গতকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা আইএএনএসকে শহরভিত্তিক অ্যাকটিভিস্ট ঠাকুর বলেছেন, এসবের মধ্যে ভারতীয় ছবি ৫৮৬টি ও বিদেশি ছবি রয়েছে ২০৭টি।

সেন্সর বোর্ডের অনুমতি পায়নি ২৩১টি হিন্দি চলচ্চিত্র। এর পরেই রয়েছে ৯৬টি তামিল, ৫৩টি তেলেগু, ৩৯টি কন্নড়, ২৩টি মালয়ালাম ও ১৭টি পাঞ্জাবি চলচ্চিত্র। এ ছাড়া বাংলা ও মারাঠি ভাষার ১২টি করে চলচ্চিত্র এবং অন্যান্য ভাষার ছবি ওই সময়ে নিষিদ্ধ হয়েছে।

সবচেয়ে বেশি চলচ্চিত্র নিষিদ্ধ হয় ২০১৫ থেকে ২০১৬ সালে, এ সময়ে ১৫৩টি চলচ্চিত্র নিষিদ্ধ হয়। ২০১৪-২০১৫ সালে ১৫২টি, ২০১৩-২০১৪ সালে ১১৯টি ও ২০১২-২০১৩ সালে ৮২টি চলচ্চিত্র নিষিদ্ধ হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘মহল্লা আসসি’ ছবিটি নিষিদ্ধ করে সেন্সর বোর্ড। পরে অবশ্য ২০১৮ সালের ১৬ নভেম্বর পর্দায় ওঠে ছবিটি।

আবার কিছু সিনেমা যৌনতা ও অপরাধপ্রবণতার অভিযোগে নিষিদ্ধ করা হয়। 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান