রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে বিশ্বভারতীর অস্বীকৃতি
রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে বিশ্বভারতীর অস্বীকৃতি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নির্মাণাধীন ছবি ‘নলিনি’ শুটিংয়ের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে পশ্চিম বাংলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তরুণ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার গৃহশিক্ষক অন্নপূর্ণার সম্পর্ক নিয়ে এ ছবির কাহিনি আবৃত। বিশ্বভারতীর ক্যাম্পাসে ছবির কিছু অংশের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা করতে দেয়া হয়নি বলে খবর মিলেছে।

১৯২১ সালে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কবিগুরু। তবে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেও ‘এটা একটা শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে আমরা কোনো বাণিজ্যিক ছবিকে অনুমতি দেব না।’ বলে উপাচার্যের কার্যালয় থেকে সবুজ কলি সেন জানান বলে জানা গেছে।

এ বিষয়ে ছবির পরিচালক উজ্জ্বল চ্যাটার্জি বলেন, ‘আগের উপাচার্য স্বপন কুমার দত্ত তাদের ক্যাম্পাসে শুটিং করার অনুমতি দিয়েছিলেন। গত বছর তারা এখানে কাজ করে গেছেন। কিন্তু এ বছর কর্তৃপক্ষ বলছে, তারা আর শুটিং করতে দেবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আলোচনাও করেছে।’

চ্যাটার্জি বলেন, ‘হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ে এ বিষয়ে আমরা অভিযোগ করব। বিশ্বভারতীর কাছেও কৈফিয়ত চাইব। আমাদের কাছে এর ব্যাখ্যা চাইলে আমরা দেব।’

‘নলিনি’ চলচ্চিত্রের প্রযোজক বলিউডের প্রখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পিবলস। নানা গল্পের মধ্য দিয়ে ১৭ বছর বয়সী রবীন্দ্রনাথ আর ২০ বছরের অন্নপূর্ণার সঙ্গে ‘প্লেটোনিক প্রেম’ এ ছবির মূল প্রসঙ্গ বলেন জানিয়েছেন পরিচালক উজ্জ্বল চ্যাটার্জি। জানা গেছে, এখানে মুম্বাইয়ের কিছু ঘটনাও আছে। 

১৮৭৮ সালে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে পড়তে যাওয়ার আগে কয়েক সপ্তাহের জন্য মুম্বাইয়ে নলিনির বাবার বাড়িতে উঠেছিলেন। তখন নলিনি নাম পাল্টে রবীন্দ্রনাথ তার নামকরণ করেছিলেন অন্নপূর্ণা। এ নাম রবীন্দ্রনাথ কবিতায়ও অমর করে রেখেছেন। তবে তাদের প্রেম ছিল খুবই সংক্ষিপ্ত। কারণ এরপর ১৮৮০ সালে নলিনি এক স্কটিশ ভদ্রলোককে বিয়ে করে ইংল্যান্ডে চলে যান।

চ্যাটার্জির চলচ্চিত্রটি তৈরি হবে বাংলা ও মারাঠি ভাষায় এবং একটি হিন্দি সংস্করণও হবে। ছবিতে তরুণ রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য আর নলিনির ভূমিকায় মারাঠি অভিনেত্রী বৈদেহী পরশুরামি।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান