রাজিয়া সুলতানা'র কবিতা
রাজিয়া সুলতানা'র কবিতা

কবি : রাজিয়া সুলতানা

।। আমাদের চৌকাঠে ।।

রাতের সিন্ধু পার হয়ে এক গুহা-এইখানে মৃত্যুলেখা শুয়ে আছে
তার চারপাশে ঘুমিয়ে পড়েছে সহস্র প্রহরী-
কারা যেন আকাশ থেকে প্যাম্ফলেট ফেলছে -সেগুলো উড়ে উড়ে এসে ঢেকে দিচ্ছে
সূর্যরেখা, গ্লোবাল চিবুক
সাবধানে-
অথচ কর্পোরেট বায়ুর নিশানায় আনন্দ ঝরে পড়ার কথা ছিলো পশ্চিমে
এখন চীনের ডিম আমদানিতে সেও অভ্যস্ত, পুষ্টিতে যেমনই হোক
অর্গ্যানিক অর্থনীতির অংক তো মিলছে...

হাওয়াকলে অজস্র স্বপ্নের চিরায়ত ধ্বনি বৈকল্যের পাঠ দিয়ে নিভে যাচ্ছে প্রান্তরে
এইসব শব্দ বাতাসে এখনো ঠিক নড়ে, মেঘে মেঘে ভেসে বেড়ায়-
আমরা রাতে ঘুমোতে যাই, সকালে জাগি-
শ্রম-ঘুম বিশ্রামে ইটের ওপর মাথা রাখতেই
স্বত্বাধিকার, মুনাফার হাটে সেইসব ধ্বনি ঠোঁটে আবার জেগে উঠছে রাত্রি--
গাইছে-
যতক্ষণ না
মজুরের লাশ নিশ্চিত আকাশ থেকে ছিটকে পড়ছে আমাদের চৌকাঠে...


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান