রেজাউল কারীম । গুচ্ছ কবিতা
রেজাউল কারীম । গুচ্ছ কবিতা
ছায়ার গুচ্ছ


রোদ তার অনুচ্চারিত শব্দভান্ডার থেকে

কিছু শব্দ তোমাকে বলতে না বলতেই

মুখ ফিরিয়ে তুমি বললে, মেঘের চেয়ে আকাশ বড়।

 

যদি পারো,

যাতায়াতের বিবিধ সমারোহে

এঁকে দাও একটি সরল পথ

 

যেন তোমার প্রতিটি শব্দ আকাশের চেয়ে বড় হয়ে

সেই পথ দিয়ে হেঁটে হেঁটে মিশে যেতে পারে

আমার স্বভাবে।

 

আর আমি যেন বারবার

ছাতা ফুটিয়ে শুধু তোমাকেই

চমকে দিতে পারি ছায়ার গুচ্ছে।


 

রঙ্গন ফুল


রঙ্গন ফুলের আতিথেয়তায় মুগ্ধ যে বাতাস,

তার সুখে গান গায় মিতব্যয়ী পাখির ডানা।

 

সেই সুরের আড়াল থেকে তোমার পাহাড়ে

কিছুকাল ছড়িয়ে পড়ে মাতাল ধ্যানবিন্দু।

 

কিছুই বলে না রঙ্গনের মায়ালাগা পাপড়ি,

ঝরে যায় বাতাসে রেখে মুখর আত্মীয়তা।

 

তুমি বাতাসের অতীত জানো, শিকারি?


 

নিঃসঙ্গতা


মধ্যরাত্রির গহনে বৃষ্টির পাহারা তুলে

ঘুমিয়ে পড়েছে নির্বিকল্প নীরবতা।

 

হাওয়ার জানালায় মুখ গুঁজে শব্দহীন

জেগে আছে হারানো বিড়ালছানা।


 

 সুন্দরের অন্য নাম


মোটেও যাই না আমি সমুদ্রের কাছে।

 

সে এখন একা একা হেঁটে আসে,

গল্প করতে করতে যায় ঘুমিয়ে,

আমার অনন্য মেঘ বেদনার কাছে।

 

একদা সে রোদের ভাঁজে রেখেছিল

যোজনগন্ধা ফুলের দারুণ উত্তেজনা,

বলেছিল সুন্দরের অন্য একটি নাম।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান