রোমানিয়ান ভাষায় প্রকাশ পেলো কবি হাসানআল আব্দুল্লাহর একগুচ্ছ কবিতা
রোমানিয়ান ভাষায় প্রকাশ পেলো কবি হাসানআল আব্দুল্লাহর একগুচ্ছ কবিতা

ছবিতে : কবি হাসানআল আব্দুল্লাহর

রোমানিয়ান ভাষায় কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ’র নয়টি কবিতা ছাপা হলো সে দেশের 'পোয়েট্রি' পত্রিকায়।

রোমানিয়ান কবিতা ফাউন্ডেশন সম্পাদিত এই পত্রিকার জন্যে ইংরেজি থেকে তাঁর কবিতাগুলো অনুবাদ করেছেন কবি অলিম্পিয়া ইয়াকোভ।

পত্রিকাটির প্রচ্ছদ

তাছাড়া এ বছরের শেষ দিকে কবি মারিস সোলারির সাথে যৌথেভাবে হাসানআল আব্দুল্লাহ’র একটি ত্রিভাষিক বই বের হবে রোমানিয়া থেকে। বাংলা-ইংরেজী-রোমানিয়ান এই তিন ভাষায় প্রকাশিতব্য বইটির সমন্বায়কও কবি অলিম্পিয়া ইয়াকোভ। উল্লেখ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই বাঙালী কবির কবিতা ইতিপূর্বে আরো আটটি ভাষায় অনূদিত হয়েছে। ভাষাগুলো হলো ইংরেজী, ফরাসি, স্প্যানিশ, পোলিশ, চাইনিজ, কোরিয়ান, ভিয়েতনামী ও গ্রীক।

২০১৬ সালে তিনি বিশ্ব কবিতায় বিশেষ অবদানের জন্যে পেয়েছেন ইয়োরোপিয়ান কবিতা পুরস্কার ‘হোমার মেডেল’। কবিতা ও সাহিত্যের নানা শাখায় প্রকাশিত তাঁর গ্রন্থসংখ্যা ৪২। ২০১৯ বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর ‘কবিতাসমগ্র’ প্রথম খণ্ড।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান