লিটলম্যাগ চত্বরে “প্রাচীন পুঁথির পৃষ্ঠা হতে” গ্রন্থের মোড়ক উন্মোচন
লিটলম্যাগ চত্বরে “প্রাচীন পুঁথির পৃষ্ঠা হতে” গ্রন্থের মোড়ক উন্মোচন

আরিফুল ইসলামঃ কবি শোয়াইব জিবরান । জন্ম এপ্রিল, ১৯৭১; আযমত শাহ্ কুটির, মৌলবীবাজার। শিক্ষা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ পাঠগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সুকথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি, থাইল্যান্ড কুইন্স ইউনিভার্সিটি, কানাডা থেকে। পেশা : মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে কাজ করছেন জাতিসংঘ শিশু তহবিলের শিক্ষা পরামর্শক হিশেবেও

প্রথম কাব্যগ্রন্থ ' কাঠ চেরাইয়ের শব্দ' প্রকাশিত হয়েছিল ১৯৯৫ সালে  এরপর দীর্ঘ ২৫ বৎসর পর গতকাল সন্ধ্যায় সবগুলো কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা নিয়ে প্রকাশিত হল কবিতা সংগ্রহ 'প্রাচীন পুঁথির পৃষ্ঠা হতে'

 বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি বলেন“ মনে হলো এটাও যেন প্রথম কোনো গ্রন্থ প্রকাশনা। একই উন্মাদনা, একই পাগলামো। ধন্যবাদ কৃতজ্ঞতা আমার বন্ধুদের। তাঁরাও একই আবেগে উদ্বেলিত হয়েছিলেন, সাড়া দিয়েছিলে “

প্রথমে বিকেল পাঁচটায় বাংলা একাডেমীর কর্মকর্তা সরকার আমিনর তাঁর আখড়া থেকে লাইভ করেছেন গ্রন্থটির আগমনীক্ষণ। সে লাইভে অংশ নিয়েছেনকবি ইকবাল হাসান, শাহেদ কায়েস, সাইমন জাকারিয়া, মন্দিরা এষ, মোশাররফ মাতুবর, প্রকাশক মিলন আচার্য ও  . সুলতানা জেসমিন।

তারপর সন্ধ্যায় বিশাল বহরে লিটলম্যাগ চত্বরে পাঠ উন্মোচনে অনুষ্ঠিত হয় ।উক্ত অনুষ্ঠানে  অংশগ্রহন করেন- কবি ফরিদ কবির, কামরুল হাসান,শামীম রেজা, আলতাফ শাহনেওয়াজ, কবির হুমায়ুন, মুম রহমান, শাহেদ কায়েস, মেঘ অদিতি, মোজাফফর হোসেন, আফরোজা সোমা, ইকতিজা আহসান, সাকিরা পারভীন সোমা, মৃদুল মাহবুব, মন্দিরা এষ, স্বেতা এষ, আজিজ আহমেদ , আমিনুর রহমান লরেন্স প্রকাশক আচার্য মিলন, ভারতের মৃন্ময় ভৌমিকসহ অন্যন্য ফাঁকে ফাঁকে আরও অনেকে এসে কবিকে ভালোবাসায় সিক্ত করেন ।

 
 এ সময় কবি শোয়াইব জিবরান আরও বলেন- “বিশেষত আমার কবিতার ইংরেজি ভাষার অনুবাদক কবি কামরুল হাসান ভাই লিটলম্যাগ চত্বর থেকে লাইভে দীর্ঘ আলোচনা করেছেন। আরবি ভাষার অনুবাদক বাশিরুল আমিনকে মিস করছি”,

এসময় কবি কাছে থেকে অটোগ্রাফসহ- কবি মনিরুল মোমেন, মাহবুব ইসলাম, শফিকুল ইসলাম, উম্মে কুলসুমসহ অনেকে দূর দূরান্ত থেকে এসে বই সংগ্রহ করেছেন

বইটি উৎসর্গ করা হয়েছে আজন্ম কবিতাসাথী  কবি মুজিব ইরমকে। কবি শেষ বক্তব্যে বলেন-

“আপনাদের ভালবাসাই আমার একমাত্র সম্বল। আপনাদের সঙ্গ পাওয়ারই বাসনায় আর জীবনেও ফের ফিরে আসব- পাশের পাখি, বৃক্ষ, তৃণলতা, ঘাস হয়ে”

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান