লিটলম্যাগ দূরের সাইকেল আত্মপ্রকাশঃ কবি  শোয়াইব জিবরান সংখ্যা
							
							
								
							 
							
							
							
								
							
								
						
					
							
    
    আজ ২৯ জুলাই শুক্রবার    বিকেল সাড়ে ৪    টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের    বাতিঘরে এক অনুষ্ঠানের    মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা    শুরু করবে কবিতাপত্র খ্যাত    হোসেন দেলওয়ার সম্পাদিত    'দূরের সাইকেল' ।
এই উদ্বোধনী সংখ্যাটি করা হয়েছে -লেখক, গবেষক, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, শব্দ-সচেতন কবি অধ্যাপক ড. শোয়াইব জিবরান-এর সম্মানে 'শোয়াইব জিবরান সংখ্যা' ।
দূরের সাইকেল : আনুষ্ঠানিক উদ্বোধন আজ, শুক্রবার, বিকাল ৪ টা ৩০ মিনিটে । স্থান : বাতিঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন, বাংলা মোটর । দূরের সাইকেল ১ম সংখ্যা ১৫ ফরমা বা ২৪০ পৃষ্ঠা হবে।
