লুৎফর রহমান তিনটি কবিতা
লুৎফর রহমান তিনটি কবিতা
আমাকে আশ্রয় দিও
আমাকে আদর দিও।
সাদা-কালো
জাতপাত আমার কাছে বিষয় না
আমি তোমাকে প্রায়ই দেখি
নদীতীরে বটের ছায়ায়
আমার মনবৃক্ষের পাতার আড়ালে
ঘুঘু পাখি ডাকে
আমি তোমাকে দেখি বিশ্বের নিবিড় সবুজে
আমার ভেতরের সবুজ নাচে
হেসে ওঠে
সূর্য যেমন হাসে খোলা আকাশে,
আমি তোমাকে দেখি ব্যস্ত শহরে
জনতার ভিড়ে
তুমি ত্রস্ত হেঁটে যাচ্ছো
ভাবনার বলাকারা ডানা ঝাপটায়
পাগল স্বপ্নগুলো চঞ্চল হয়
তোমার গা ঘেষে চলে।
আমাকে প্রশ্রয় দিও।
আমি এতোসব নিয়মের ধার ধারি না
পৃথিবীর মতো
আমার একটি সংবিধান আছে
সোনার হরফে লেখা
দিনের আলোর মতো
তোমার মনের মতো
পেলব দেহের মতো
সোনালি স্বপ্নের মতো।
আমাকে আশ্রয় দিও।
আঁকাবাঁকা পথে খানাখন্দ থাক
চাঁদ ডুবে যাক
নিদ্রা নিরুদ্দেশ হলে
সাহসেরা জেগে থাকবে শার্দূল,
ঘুটঘুটে অন্ধকারে
চিরকাল
আমাকে আশ্রয় দিও।

খুলে দিতে সকল কপাট

আমি গোলাপ-বাগান
সহস্র পাপড়ি মেলে
প্রহর গুনছি
ভ্রমর-আগমনের।
আমি আকাশের নীল
রঙিন মেঘের গায়ে বুনি
সোনালি সম্ভার
চঞ্চল বাতাসের ডানায়।
আমি উত্তাল দরিয়া
কোটি তরঙ্গের ছন্দে
নৃত্য করি
ছুটে চলি
স্বপ্নের সোনালি তীরে।
আমি চিরচেনা বীথি
সবুজের সমারোহ
দৃপ্ত পদভারে
সামনে এগোই
আগামীর ঠিকানায়।
আমি রুদ্ধগৃহে
হঠাৎ ঝাপটা
কালবৈশাখীর ঝড়
খুলে দিতে সকল কপাট।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান