শম্পা রায় বোস এর কবিতা
শম্পা রায় বোস  এর কবিতা

কবি - শম্পা রায় বোস


মুখোশ

 

মুখোশে ঢেকে রাখা একটা মন

মুখোশে ঢেকে থাকা একটা জীবন

ছটফটে যে মেয়েটা হাসে দিনরাত

যেন ভোরের ঠান্ডা বাতাস

খোলা জানালা দিয়ে আসা এক মুঠো রোদ

গোধুলির পরন্ত বিকেলের ঝড়ো হাওয়া,

ভাললাগায় ভরিয়ে দেয়া মনের সব চাওয়া পাওয়া

 

এত কিছুর পরেও দেখা হয় না

তার কালশিটে পড়া চোখের কোণজানা হয় না, তার দুমড়ে মুচড়ে যাওয়া সুন্দর মন, হয় না দেখা

দেখা হয় না অসহায়

অব্যক্ত যন্ত্রণামাখা ক্লান্ত দুটো চোখ

যা সে সদাই ঢেকে রাখে মুখোশের আড়ালে

শুধু মুখোশের সঙ্গে সহবাস

হেরে যাওয়া বিপর্যস্ত জীবন,

মুখোশের চাদরে পরম যত্নে ঢেকে রাখে বাসের হেলপার

রাতে চুল্লু খেয়ে পাড়ায় বাওয়ালি করে

টকটক ঢেকুরের ঝাঁঝে ঝনঝনে গলায় ধরে গান -"তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নিতুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুল গুলো ঝরে যায় নি,,,,"

পাড়ায় সব থেকে ভদ্র বাবুটি

প্রেমিকার কথা ভাবতে ভাবতে বৌকে আদর করে বলে," লাভ ইউ ডারলিং"


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান