সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা
সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা

কবি : সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়


 


ক্ষুধার রাজ্যে...

 

বাজনার মূলে ট্রিগার চেপে রাখে

প্রেম তাই পেরোতে পারেনা নদী

সিঁড়ি ভেঙে উড়ে যাচ্ছে আজ

আলোর মুখে হাজার প্রজাপতি

 

ছড়িয়ে ছিটিয়ে উধাও করেছে শূন্য

শ্রান্ত দেহে বলিষ্ঠ জলভরা

খেলতে খেলতে কুড়িয়ে নিয়ে দান

বরাত খুলে ভেঙেছে মসকরা

 

বুদ্ধি ওদের একতরফাই ছোটে

আপোষ ভোলে আন্দোলনের ঘাম

মায়ের টিপে উনুন পোড়ার কালি

বাড়িয়ে তোলে দুঃসাহসের দাম

 

ওরাই যারা দশের কথা বলে

ধূলোয় ওড়ায় নিজের সৎকার

চতুর শহর নমিত করে মাথা

ভুখা পেটের এমনই চিৎকার

 

 


মুসাফির

 

 কিছু ব্যস্ততার ভেতর

মুঠো খুলে আসে

দুএকটা মায়াকান্নায়

আয়না ভিজে এলে,

অনন্ত খুঁটে নেয় মুসাফির স্বপ্নরা

চাকায় মিলিয়ে যায় মুখ

 

কত কোলাহল গন্তব্যে পৌছচ্ছে

আমি হাঁটছি,

 

পথ ও পুরস্কারের দিকে ...


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান