হৃদয়ের আলাপন ।। জেসমিন আরা
							
							
								 
							 
							
							
							
								
							
								
						
					 
							চলো যাই কোনো দূর অজানায়!
নিস্তব্ধ নিরালায় রঙিন প্রজাতিদের উল্লাস! যেথায়! 
মনোমুগ্ধকর নিঃসঙ্গ পরাগ রেনুদের উদগ্রীবতায়! 
অলিদের গুঞ্জনে কামনার নেশায়! 
হয়ে যাই একাকার, 
নিশ্চুপ,নিমগ্ন, বিধুর আলিঙ্গনে!
শান্ত কোলাহলে শতদল সরোবরে! স্নিগ্ধ সমীরণে!
শীতল ব্যাকুলতায়!হৃদয়ের আড়িপাতা সংগোপনে!
চলো হারিয়ে যাই!...
নেইকো যেথায় জীবনের সংকীর্ণতা! 
পঙ্কিল ধ্রুবতারাদের আনাগোনা! 
নেইকো জীবন চাঞ্চল্য বিড়ম্বনা! 
যেথায় রয়েছে অচেনা পথিকের বিহ্বল পদচিহ্ন! 
রয়েছে যেথা,অবারিত সবুজের, 
নিষ্কণ্টক নির্যাস!!!... 
চলো হারিয়ে যাই! চলো হারিয়ে যাই!...
							