১২টি বিষয় যা বলে দিবে, তুমি লেখক হতে পারবে কি না!
১২টি বিষয় যা বলে দিবে, তুমি লেখক হতে পারবে কি না!

নেট থেকে


লেখক হতে চায় অনেকেই কিন্তু সবাই লেখক হতে পারে না। কারণ লেখক হতে হলে কিছু বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয়, কিছু বিশেষ গুণ থাকতে হয়। তবে এর সবগুলোই যে তুমি রপ্ত করতে পারবে তা কিন্তু নয়। কিছু বিষয় গঠনগতভাবে তোমার মধ্যে থাকতে হবে। চলো, লেখক হওয়ার এমন ১২টি মৌলিক গুণ সম্পর্কে জানা যাক-

১২।

তুমি লাইব্রেরি পছন্দ করবে। লাইব্রেরি দেখলে তুমি আনন্দিত হবে, মন ভালো হয়ে যাবে  এবং লাইব্রেরিতে তোমার সবচেয়ে পছন্দের কাজ হবে, চুপ করে বইয়ের গন্ধ নেওয়া।

১১।

পছন্দের বা কাছের মানুষগুলোর মাঝে তুমি তোমার গল্পের চরিত্র খুঁজে পাবে। তাদের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে রাতের ঘুম নষ্ট করবে যেন গল্পের চরিত্রটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো।

১০।

তুমি জায়গা, সময় এসব নিয়ে ভাববে না। যখন লিখতে ইচ্ছা হয় তখন-ই লিখতে বসে যাবে।

৯।

লিখতে ভালো লাগে তাই লিখো। খ্যাতি ও ঐশ্বর্য এসবের জন্যে লিখো না।

৮।

বাচ্চাদের মত তোমারও একটা নিজস্ব কল্পনার জগৎ থাকবে। Emily Brontë এবং Anne Brontë এর ইমাজিনারি ওয়ার্ল্ড  Gondal  এ যেমনটা আছে ঠিক ঐরকম।

৭।

তুমি  শব্দ পছন্দ করো এবং শব্দ সবসময় তোমার মাথায় ঘুরপাক খায়। কেউ কথার মাঝে একটা নতুন শব্দ ব্যবহার করলে তুমি সেইটা নিয়ে ভাবো, বিভিন্ন জায়গায় প্রয়োগ করে দেখো।

৬।

এমন কি ঘটেছে কখনো, তুমি লিখতে বসেছো সন্ধ্যায় কিন্তু লেখায় এতটাই মগ্ন ছিলে যে, কখন রাতের খাবারের সময় হয়ে গেছে তা খেয়ালই করো নি?

তোমার মধ্যে লেখক হওয়ার মৌলিক গুণগুলো আছে

৫।

তোমার গল্পের চরিত্রগুলো গল্প থেকে বেরিয়ে আসে এবং লেখার সময় তুমি তাদের দেখতে পাও, তাদের সাথে কথা বলো।

৪।

তুমি খুব গভীরভাবে আশেপাশের মানুষগুলোকে অবলোকন করো।

৩।

তুমি যা অনুভব করো ঠিক সেই অনুভূতিটাই কাগজে তুলে আনতে চেষ্টা করো। তোমার মন খারাপ থাকলে তুমি লিখতে বসো, মানসিক প্রশান্তি পাওয়ার জন্য।

২।

অজাগতিক বিষয়গুলো লেখার মধ্যে তুলে আনতে পছন্দ করো। যেমন ধরোঃ নদীর ঢেউয়ের সাথে তুমি এলোকেশীর চুলের মিল খুঁজে পাচ্ছ, এসব বিষয়গুলো বর্ণনা করবে।

১।

আচ্ছা… আমি কি লাইব্রেরি বা বইয়ের দোকান খুঁজে বেড়ানোর কথা বলেছি? তুমি যেখানেই যাও, বইয়ের দোকান খোঁজ করবে। শুধু এখন না, ছোটবেলা থেকেই কি তুমি বইয়ের পোকা, রাতে লুকিয়ে বই পড়ো ?

এই ১২টি গুণের সবগুলো বা ৬০ শতাংশ গুণাবলী যদি তোমার থাকে তাহলে অভিনন্দন। তোমার মধ্যে লেখক হওয়ার মৌলিক গুণগুলো আছে। এখন শুধু লেখনীর প্রতি গুরুত্ব দাও তাহলেই সফল হবে আশা করছি।

সকল তরুণ লেখকদের জন্য শুভ কামনা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান