২টি কবিতা । কাজী আতীক
২টি কবিতা । কাজী আতীক
স্থানচ্যুতি

ঝরে যায়, ঝরে পড়ে অপুষ্ট পাতাগুলো
অনুর্বর অনুভবে ব্যক্ত হয় ব্যথা যেনো,

যেমন কখনো পাহাড়ি ঢল কখনো জলোচ্ছ্বাস
দুর্যোগ, দুর্ভোগ, ভেসে যায় উপকূল
ভেসে যায়, লোকালয়ে জলের সংহার,
কিছু মানুষ নিয়ত সয়েছে এসব আগ্রাসন অভিঘাত।

যেমন সহনীয় আবহাওয়ার খুঁজে পাখিরা পরিযায়ী হয়,
মানুষও অভিবাসী হয়,
যদিও সংগত শোভন- তবু পলায়ন মনষ্ক
খুঁজে বিকল্প কোনো পথে সুরক্ষা অভিলাষ,

তবে- পাখিদের সাময়িক,
মানুষের স্থানচ্যুতি স্থায়ি বাসনার-
যদিও অন্তরে মরু-ভাব, পিছুটান কুরে কুরে খায়।

অগ্রজ কবি কাজী ফয়সল আহমদ

তুমি যখোন কাব্য করো শব্দ সাজিয়ে অদ্ভুত
আমি তখোনো দুরন্ত কিশোর, বিপুল বিষ্ময়ে চেয়ে দেখি কেবল
শব্দেরা খেলা করে সুনিপুন তোমাকে ঘিরে,
আর আমারও ইচ্ছে জাগে
ছোঁয়ে দেখি তোমার শব্দের মায়াজাল,
আর এভাবেই আমিও হাটতে থাকি
তোমারই ছায়া পথে,
তুমি আছো আজো তাই সম্মুখে আমার।
তোমার 'ক্ষতিপয় গল্পের মৃত দেহ' বহুযোগ তবু হয়নি সতকার যার,
মলাটে বাঁধনি কোনো কাব্য তোমার
তবু তুমি পথিকৃত, রয়েছো হৃদয়ে কতো অধুনা নিপুন লিখিয়ে যারা,
আজো য্যানো তুমি স্পর্শ নিকটে সবার
আমি ধন্য, আমার ভাগ্য- আমি অনুজ তোমার ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান