৩টি গীতিকবিতা ।। যাকির সাইদ
৩টি গীতিকবিতা ।। যাকির সাইদ
আমি চোখের জলে নেভাব নরক

 

আমি চোখের জলে নেভাবো নরক

হাসিতে উড়াবো স্বর্গ

যদি না পাই রাধারে যদি না পাই গোপীরে  //

 

বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী রাধা নারায়ণের অংশ

মুকুন্দ মুরারী আমি বধ করিব কংস

রাধে গো তোমার জন্য রাখাল আমি

তোমার জন্য মাঝি, বাসনা বহ্নি বরে

যদি না পাই রাধারে  //

 

আমার বাঁশি ডাকে রাধা কাম বাসনার সুরে

বাঁশির সুরে চতুর্বেদ যে আনন্দে গান করে

রাধে গো তোমার জন্য পাগল আমি

তোমার জন্য বাউল, কামনা বহ্নি বরে 

যদি না পাই রাধারে  //


আড়াল হয়ে থাকি

 

যার কান্দনে আকাশ কান্দে,

যার কান্দনে বাতাস কান্দে,

দয়াল,,,,,,

তারে কেন কান্দাও,

দয়াল তারে কেন ভাসাও।।

 

অন্তরে বসাইয়া তোমায়,

হৃদয় দিয়া ডাকি,

লোক লজ্জ্যার ভয়ে আমি,

আড়াল হয়ে থাকি,

দয়াল,,,,

আমার কর্ম, আমার মর্ম, তুমি আমার হইয়া,

কোথায় উইড়া বেড়াও।।

 

সোনার দেহ বানাইয়া,

তুমি রইলা মাঝে,

দুই কূলে ভাসাইয়া নেওয়া,

তোমারে কি সাজে,

দয়াল,,,,,,,

আমার জীবন, আমার মরণ, তোমার হাতে লইয়া,

কেন আড়ালে লুকাও।।

 


আসবে আমার বাড়ি 

 

আসবে আমার বাড়ি

ওরে ভুবন মোহন

আসবে আমার বাড়ি,

তোমার জন্য সাজায় রাখছি

ফুল চন্দনে পিঁড়ি

ওরে ভুবন মোহন

আসবে আমার বাড়ি ।।

 

মেয়ে :

দুখ রসের পায়েস আছে

শোক রসেরই পুলি

অন্তর বাজারে আছে

গান শোনাতে ঢুলি

নীল বেদনার চোখের পানি দিয়ে

ধুয়ে দেব সিঁড়ি

ওরে ভুবন মোহন

আসবে আমার বাড়ি

আসবে আমার বাড়ি ।।

 

ছেলে:

প্রেমের জোলাব পান করাবো

শোক হবে গো শক্তি

হৃদয় খুলে দেখায় দিব

কোথায় আছে সুক্তি

ফুলে ফুলে ফুলেল রথে চড়ে

যাবো তোমার বাড়ি

ওরে ভুবন মোহন

আসবে আমার বাড়ি

আসবে আমার বাড়ি ।।

 

মেয়ে:

চৈত্র মাসের খা খা রোদে

পুড়ে যাওয়া বুক

লুকায় রাখবো সাত জনমের

অনুতাপ আর শোক,

ইচ্ছে পাখির সুখের আবাস গড়ে

চালাই জীবন গাড়ি,

ওরে ভুবন মোহন

আসবে আমার বাড়ি

আসবে আমার বাড়ি।।

 

ছেলে :

ভালোবাসার বুকে আছে

প্রেমের শীতল ছায়া

বুক ভরিয়া দেব তোমায়

স্বর্গ সুখ আর মায়া

মন পবনের নৌকা চড়ে যাব

আন্তঃনগর ছাড়ি

ওরে ভুবন মোহন

আসবে আমার বাড়ি

আসবে আমার বাড়ি ।।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান