৩০তম জন্মদিনে কবি মাহমুদ নোমান
৩০তম জন্মদিনে কবি মাহমুদ নোমান

কবি মাহমুদ নোমান আনোয়ারা সদর, চট্টগ্রামের ইছামতী নদীর পাড়ে আজকের এই দিনের ১৮ই আগস্ট ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন । সবকিছু ছাড়িয়ে শুধু লেখালেখিকে ধ্যাণ করে এগিয়ে যাওয়া এক কবি।

চট্টগ্রাম থেকে ঢাকায় ট্রেনে দাঁড়িয়েও যে কবি প্রায় আসা যাওয়া করে তবুও সাহিত্যের ব্যাপারে হাসিখুশিতে ভরপুর ....

লেখালেখির শুরু গান লেখা দিয়ে,পারিবারিকভাবে গানের গ্রামার শেখার সুযোগ না থাকলেও হেঁটে ইছামতী নদীর পাড়ে পাড়ে গান বাঁধেন আপনমনে। এরপরে সে কবিতায় ক্লাস এইটে থাকার সময়ে,প্রথম কবিতার বই আসে 'লুইজালে' ২০১৯ বইমেলায়। বইটি মেলাতে ব্যাপক সাড়া মেলে পাঠক ও সমালোচকদের মধ্যে ; কেননা মাহমুদ নোমানের লেখা শুধু মাহমুদ নোমানরই । 'লুইজালে' বইয়ের ভূমিকায় লিখেও দিয়েছে- 'একশ বছর পরে হলেও আমি জনপ্রিয়তার শীর্ষে থাকবো,কেননা একসময় গ্রাম থাকবেনা,মানুষ গ্রাম খোঁজবে,তখন আমার কবিতায় গ্রাম খুঁজে পাবে' সত্যি মাহমুদ নোমানের কবিতা মানে ইছামতী নদীর গ্রাম,আঞ্চলিক কয়েকটা অতিসুন্দর শব্দের চমৎকার ব্যবহার ।

ইতোমধ্যে মাহমুদ নোমানের কবিতা ইংরেজি ও হিন্দি ভাষায় অনূদিত হয়েছে। এই বছর বইমেলায় 'জোছনাপোড়া ছায়া' নামে একটি উপন্যাসের বইও প্রকাশিত হয়। দুই বাংলার লেখকের মাঝে মাহমুদ নোমানের সম্পাদিত সাহিত্য পত্রিকা ' দেয়াঙ' ব্যাপক সমাদৃত ।

একাধারে কবি,কথাসাহিত্যিক, গীতিকার ও সম্পাদক মাহমুদ নোমানের জন্মদিনে সাহিত্যবার্তার প্রাণঢালা শুভেচ্ছা....


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান