৫টি কবিতা ।। সালাহ উদ্দিন মাহমুদ
৫টি কবিতা ।। সালাহ উদ্দিন মাহমুদ
একটি তর্জনী ও বাংলাদেশ

একটি তর্জনীর ইশারায় পথ খুঁজে পেয়েছিল বাঙালি;

একটি বজ্রকণ্ঠে উজ্জীবিত হয়েছিল পুরো জাতি—

মাঠে-ময়দানে নেমেছিল স্বাধীনতাকামী জনতার স্রোত।

একজন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বলেই পেয়েছি লাল-সবুজের পতাকা;

একজন নেতার চোখের ইশারায় রচিত হয়েছে মানচিত্র।

একটি তর্জনী মানেই বাংলাদেশ—

একজন বঙ্গবন্ধু মানেই স্বাধীন দেশ;

ত্রিশ লক্ষ শহীদের রক্ত—

অগণিত মা-বোনের সম্মানই বাংলাদেশ।

আমাদের সোনার বাংলা

জীবনানন্দের রূপসী বাংলা

পল্লীকবির নকশীকাঁথার মাঠ—

আমি ভালোবাসি একটি তর্জনী ও বাংলাদেশ

আমি ভালোবাসি বঙ্গবন্ধু শেখ মুজিব।

স্বপ্নে পাওয়া তেল

বাজারে যখন কোনো কিছুর সংকট তৈরি হয়, আমার বাসায়ও তখন একই। এ ঘটনা পেঁয়াজ কিংবা লবণের সময়ও ঘটেছে। এবারও বাজারে যখন সয়াবিন তেল লাপাত্তা, আমার বাসায়ও তেল শেষ। অফিস শেষে গেলাম স্বপ্নে।

পাঁচ লিটার সয়াবিন তেল নিয়ে ফেরার পথে একজন জানতে চাইলেন, ‘কত নিলো ভাই?’ বললাম, ‘৭৯৫ টাকা।’ গলির দোকানদার বললেন, ‘তেল পাইলেন কই?’ বললাম, ‘স্বপ্নে।’ বাসায় ফিরতে ফিরতে কেমন ঈদ ঈদ মনে হলো। দাম কত? দাম কত? ৭৯৫! ৭৯৫!

দিকহারা পথিক 

অগণিত হতাশার কোলাহলে কেঁপে কেঁপে ওঠে আশার লণ্ঠন-

ভীত হরিণীর পায়ে জড়ায় অবাধ্য লতাগুল্ম।

শিকারীর দোলায়িত মনে অসীম শূন্যতা ঘিরে রাখে-

অযাচিত অরণ্যে দিকহারা পথিক খোঁজে শান্তির আশ্রয়।

আশ্বাস

এসো তোমাকে লুটেপুটে খাবো

খুবলে খাবো ব্যাপক আক্রোশে,

তুমি ব্যর্থ হলে নাচবো উল্লাসে

ভুলবো না আর তোমার আশ্বাসে।

স্মৃতির কাঁপন 

হৃদয়ের মাঝে শুধু তোমার বিচরণ—

আচানক শরীরজুড়ে সুখের শিহরণ।

তোমার পরশে আজ ভরে যায় মন—

ক্ষণিকের আলিঙ্গনে স্মৃতির কাঁপন।

এ সুখের ছোঁয়া যেন উত্তরের হাওয়া,

এক জীবনে যেন তোমাকেই চাওয়া।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান