‘অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য বই আহ্বান
‘অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য বই আহ্বান

প্রতি বছরের মত এবারও বরেণ্য সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা অধ্যাপক মোহাম্মদ খালেদ-এর নামে প্রবর্তিত ‘অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৮’-এর জন্য বই আহ্বান করা হয়েছে।

এই উদ্যোগটি নিয়েছে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম একাডেমি’।

২০১৮ সালে বাংলাদেশে প্রকাশিত শিশু-কিশোর উপযোগী বইয়ের জন্য (গদ্য ও পদ্য-দুই শাখায়) পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ক্রেস্ট, সনদ ও নগদ টাকা।

আগ্রহী লেখক ও প্রকাশককে আগামী ২৫ ডিসেম্বর, ২০১৮-এর মধ্যে মহাপরিচালক, চট্টগ্রাম একাডেমি, তারাবানু ভবন, কদমমোবারক বাইলেন, মোমিন রোড, চট্টগ্রাম [প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ৯টা] অথবা শৈলী, ৫ সিডিএ বা/এ, মোমিন রোড, চট্টগ্রাম ঠিকানায় ৪ কপি করে বই পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৮ ০১৬৫৮০ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান