‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’র কবি মাহবুব উল আলম চৌধুরী জন্মদিন
‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে  এসেছি’র  কবি মাহবুব উল আলম চৌধুরী  জন্মদিন
একুশ নিয়ে লেখা প্রথম কবিতা- `কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’র স্রষ্টা, ভাষা সংগ্রামী বরেণ্য বুদ্ধিজীবী, ‘সীমান্ত’ সাময়িকীর সম্পাদক ও পঞ্চাশের দিকের চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯২তম জন্মদিন আজ ৭ নভেম্বর।

মাহবুব উল আলম চৌধুরী নানা বিষয়ে বিভিন্ন আঙ্গিকে বহু কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ রচনা করেছেন। সম্পাদনা করেছেন পূর্ব পাকিস্তানে প্রকাশিত প্রথম মর্যাদাবান মাসিক সাহিত্য পত্রিকা ‘সীমান্ত’ (১৯৪৭-১৯৫২)। সত্তর দশকে সম্পাদনা করেন চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘দৈনিক স্বাধীনতা’ (১৯৭২-১৯৮২)।

দীর্ঘ সময়ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতিতে একই মেলবন্ধনে মিলিয়েছিলেন। ১৯২৭ সালের ৭ নভেম্বর রাউজান উপজেলার গহিরা গ্রামে আসাদ চৌধুরী পরিবারে তাঁর জন্ম। তিনি ২০০৭ সালের ২৩ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ’। ‘আবেগধারা’ তার ছোটবেলায় লিখিত প্রথম কাব্যগ্রন্থ’। এছাড়া চল্লিশ এবং পঞ্চাশ দশকে ‘ইস্পাত’ এবং ‘অঙ্গীকার’ নামে তাঁর দু’টি কাব্যগ্রন্থ’ কলকাতা থেকে প্রকাশিত হয়।

তিনি ‘দারোগা’ ও ‘আগামীকাল’ নামে দুটি নাটকও লেখেন। ১৯৪৬ সালে ‘বিষের নেশা’ নামের একটি উপন্যাসও লিখেছেন।

এছাড়াও তার প্রকাশিত গ্রন্থে’র মধ্যে রয়েছে- কাব্যগ্রন্থ’ সূর্যাস্তের রক্তরাগ, সূর্যের ভোর, গরাদভাঙার সংগ্রামীরা জাগো, অদর্শনা, ক্লান্ত বাঁশির সুর, এই সুন্দর পৃথিবী ছেড়ে, শিশু-কিশোরদের জন্য ছড়ায় ছড়ায় নামের একটি ছড়ার বই, প্রবন্ধ সংগ্রহ সংস্কৃতি : জাতীয় মুখশ্রী, গণতান্ত্রিক স্বৈরতন্ত্র, স্বৈরতান্ত্রিক গণতন্ত্র, সাম্প্রদায়িকতা থেকে মুক্তি, আলোর সন্ধানে দেশ এবং স্মৃতিকথামূলক গ্রন্থ ‘স্মৃতির সন্ধানে’।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান