‘টি-ব্রেকের গল্প’— গ্রন্থটি পাওয়া যাবে মহান একুশে’র গ্রন্থমেলায়
‘টি-ব্রেকের গল্প’—  গ্রন্থটি পাওয়া যাবে মহান একুশে’র গ্রন্থমেলায়
সফিকুর রহমান চৌধূরীঃ কবি এ কে এম আব্দুল্লাহ রচিত গল্প গ্রন্থ ‘টি- ব্রেকের গল্প’ মহান একুশে’র গ্রন্থমেলা ২০২০- এ প্রথম দিন থেকে নিয়ে আসছে অনার্য প্রকাশনী। গ্রন্থটিতে রয়েছে চমৎকার বিশটি গল্প।টি-ব্রেকের গল্প গ্রন্থ নিয়ে প্রকাশক খুবই আশাবাদী। একান্ত আলাপকালে প্রকাশক বলেন—
শুধু তত্ত্ব বা তথ্য নয় ; এ কে এম আব্দুল্লাহ তার গল্পে রস ঢেলে দিয়ে গল্পকে করেছেন স্বাদময়। নিজস্ব ভঙ্গিতে রচনা করেছেন প্রতিটি গল্প ; যা বলার কৌশলে রয়েছে মুন্সীয়ানার ছাপ। ফলে প্রতিটি গল্প হয়ে ওঠেছে সার্বজনীন।
টি-ব্রেকের গল্প’ গ্রন্থটিতে এ কে এম আব্দুল্লাহ আমাদের চারপাশে ঘটে যাওয়া কঠিন ঘটনাসমূহকে অত্যন্ত সহজ ভাষায় তুলে এনেছেন আমাদের সম্মুখে।প্রতিটি গল্পে ফোটে ওঠেছে এই সময়ের বাস্তবচিত্র।গল্পগুলো পাঠে, পাঠকের মন নড়ে ওঠবে নির্দ্ধিধায়।
টি-ব্রেকের গল্প— চমৎকার নামের এই বইটি অমর একুশে বইমেলার প্রথম দিন থেকে পাওয়া যাবে অনার্য প্রকাশনীর স্টলে। স্টল নং ৩৪২,৩৪৩, ৩৪৪,৩৪৫। দাম ২৮০ টাকা। প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।
বইটি পাঠকপ্রিয় হোক কামনা করি।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান