‘লুইজালে’ নিয়ে মেলায় মাহমুদ নোমান
‘লুইজালে’ নিয়ে মেলায় মাহমুদ নোমান

প্রচ্ছদসহ কবি


একুশে বইমেলায় এসেছে মাহমুদ নোমানের প্রথম কবিতার বই ‘লুইজালে’। প্রকাশ করেছে পরিবার প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাজদীপ পুরী।

‘লুইজালে’ সম্পর্কে মাহমুদ নোমান  বলেন, “যেদিন পরিবার প্রকাশনীর সোহানুর রহিম শাওন ভাই বইটির পাণ্ডুলিপি নিয়েছেন আমার থেকে, সেদিন থেকে আমার নিঃস্ব হওয়ার নিগূঢ়তম সত্য উপলব্ধি হয়ে গেছে।”

আরও বলেন, “বই প্রকাশের আগপর্যন্ত কোনো নতুন লেখায় আর মন বসলো না। ওই যে প্রেমে পড়লে মানুষ কবিতা লিখে, কিন্তু প্রেমে পেয়ে গেলে বা প্রেমটারে পেয়ে গেলে আর কী কবিতা হয়! তাই ‘লুইজালে’ বলতে পারেন আমার প্রেমিকা বা মায়ের অবাধ্য সন্তানের পড়ার টেবিলে বসা সে আমি, চুরি করে প্রেমের প্রথম চিঠি লিখলাম যেন; অনেকে এসব পড়বে ছাপাখানায় শব্দে আটকিয়ে যন্ত্রের কলহের শেষে, ভাবতেই শিহরিত হয়েছি।”

৭২ পৃষ্ঠার বইটির দাম ১৩৫ টাকা। ‘লুইজালে’ পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে পরিবার প্রকাশনীর ২১৩ নম্বর স্টলে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান