কবিতায় আশ্রয় - আয়েশা মুন্নি
কবিতায় আশ্রয় - আয়েশা মুন্নি

ভালবাসি আমি কবিতাকে শুধু

কবিতাই আমার ভালবাসা,

কবিতা তুমিই যে আমার পরম বন্ধু

বাঁচার নতুন আশা

 

কবিতা তুমি সুখ আনন্দে

যেমন ছিলে খুব পাশে

দুঃখ কষ্টে থেকো আমার

নিশ্বাস ও বিশ্বাসে

 

তোমাকে যারা ভালবাসে তারা কখনোই যায় না হেরে,

আমার তীব্র কষ্ট, নিঠুর যন্ত্রনায়

যেওনা আমায় ছেড়ে

 

তুমি আমার আত্নার বিশ্বস্ত বন্ধু

আনন্দ-কষ্টের চিরসাথী,

তুমি আমার একাকী জীবনে

আঁধার হৃদয়ের বাতি

 

কবিতা তুমি কথা দাও আমায়

একা করবেনা হৃদভুমি

জনম জনম সাথী হয়ে রবে

যেমন অন্তর্যামী

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.