শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন ৫ কৃতী লেখক
শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন ৫ কৃতী লেখক


বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন দেশের ৫ কৃতী লেখক। তাঁরা হলেন : অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী ও রমজান মাহমুদ।জুরিবোর্ডের এক সভায় এ ঘোষণা প্রদান করা হয়।

আগামী ১৪ই অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩’ মঞ্চে তাঁদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। তাঁদের দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও নগদ সম্মানী।

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ জানান, শেখ রাসেল বইমেলা এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হলেও ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর ৬দিনব্যাপী চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। উৎসবে দেশের প্রায় সাড়ে তিন শ’ লেখকের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাহিত্যবাতার্ পরিবারের  পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.