স্বপ্নরা স্বপ্ন নয় - এমদাদুল কাদের
স্বপ্নরা স্বপ্ন নয় - এমদাদুল কাদের

বর্বিণ রংচটা অতীত পরে থাকে নি:সঙ্গ চিলেকোঠায়

গায়ে তার প্রাগতৈহিাসকি মাকড়শারজাল,

জমে থাকা বিগত দিনের রঙ পরে থাকে এক কোনায়

মাথার উপরে নড়ে চড়ে শুন্যতার কালো চাদর।

পিরহানের পকেটে থকেে পরে যায় তশবী

গায়ে যার লেখা ছিল বিদেশী ভাষায় কিছু শব্দ,

রক্ষাকারীর অলক্ষ্যেই হারায় এক ভবিষত

সুন্দর এক স্বপ্ন জন্মের আগেই মৃত্যুপথ বেছে নেয় ।


হাজারটা কাজের মাঝে ভিড়েছিল কিছু  আলো,

কিছু নাম না জানা ফুল অদেখা কিছুস্বপ্ন,

চিলেকোঠায় ব্ল্যাকউইডোরা বড়ই চৌকশ মৃত্যুবাণ যে তাদের হাতের মুঠোয়।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান