আজ কবি ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর জন্মদিন
   আজ কবি ও     কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুর জন্মদিন

কবি কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু ১৯৮৭ সালের ১৮ই ফেরুয়ারি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমান সময়ে যে জন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক সাধারণ পাঠক মহলে দ্রুত প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছেন, রিপন আহসান ঋতু তাদের মধ্যে অন্যতম। তার লেখালেখির ভাষা আলাদা, প্লটও ভিন্ন। গল্পের গাঁথুনীতে সাবলীল সুর আর স্বকীয় বৈশিষ্টের কারণেই দ্রত ছড়িয়ে পড়েছে তার লেখক-খ্যাতি।

পড়াশোনা দর্শনে প্রথম শ্রেণিতে স্নাতক স্নাতকোত্তর। আমাদের কাহিনি-সর্বস্ব কথাশিল্পের যুগে তিনি দার্শনিকতায় ঋদ্ধ একজন লেখক। বিনোদন এবং সময়ক্ষেপণ যে-সব কাহিনিভ পাঠকের লক্ষ, তাদের পছন্দ হবে না রিপন আহসান ঋতুকে, তবে বোদ্ধা পাঠক এবং সমালোচকদের দৃষ্টি আকর্ষণে ইতমধ্যে সক্ষম হয়েছেন তিনি। সাহিত্যের প্রায় সব শাখায় কাজ করেছেন। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত কলাম লিখছেন। পর্যন্ত তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য উপন্যাস হলোগল্পের মোড়কে মানুষ।

গল্পগ্রন্থ, যাদুর নীল বেলুন। প্রবন্ধগ্রন্থ, অতঃপর প্রহসন। এবার অমর একুশে বইমেলায়ভাঙনের উৎসবশিরোনামে প্রকাশিত হতে যাচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও ঠাঁট নামের একটি আদুরে ভাঁজপত্র সম্পাদনা করেন তিনি। লেখালেখির জন্য পেয়েছেন ফ্রেন্ডস পদক-২০১৯, পাঠকপণ্য পাঠশালা পুরস্কার-২০১২। বর্তমানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে কর্মরত।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান